দেশের শীর্ষস্থানীয় ও বহুল প্রচারিত দৈনিক যায়যায়দিন পত্রিকার সহযোগী স্বেচ্ছাসেবী সংগঠন যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম নড়াইল জেলার কালিয়া উপজেলায় কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার ৪ ফেব্রম্নয়ারি বিকালে যায়যায়দিন কালিয়া উপজেলা প্রতিনিধির অফিস কক্ষে এক সাধারণ সভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন শ্যামল কান্তি সরকার ও সঞ্চালনায় ছিলেন যায়যায়দিনের কালিয়া প্রতিনিধি মো. খাইরুল ইসলাম। আলোচনা শেষে কার্যকরী কমিটির নাম ঘোষণা করা হয়। কার্যকরী কমিটির সভাপতি :শ্যামল কান্তি সরকার; সহ-সভাপতি :মফিজুল ইসলাম, মৃণাল কান্তি তরফদা ও মো. মাহফুজুর রহমান; সাধারণ সম্পাদক :কাজী আরিফুল ইসলাম; যুগ্ম সাধারণ সম্পাদক মো. নেয়ামত উলস্নাহ ও অনুপ ভট্টাচার্য; সাংগঠনিক সম্পাদক :মো. শহিদুল ইসলাম; অর্থ সম্পাদক :তুরজাউন মোল্যা; দপ্তর সম্পাদক :ইয়াসিন চৌধুরী; সাহিত্য ও প্রকাশনা সম্পাদক :চন্দন সরকার; সাংস্কৃতিক সম্পাদক :পুলক কুমার ঘোষ; সমাজ কল্যাণ সম্পাদক :ওসমান খান; ক্রীড়া সম্পাদক :অজয় মন্ডল; শিক্ষা বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক : কাজী আসিফ জামিল; আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক :তপন চক্রবর্ত্তী; প্রচার ও জনসংযোগ সম্পাদক :উজ্জ্বল চৌধুরী; সম্মানিত সদস্য, মো. আলাউদ্দিন, মো. কামাল মোল্যা, রাজু চৌধুরী ও বদ্বীপ সাহা।
উপদেষ্টা, ফ্রেন্ডস ফোরাম কালিয়া, নড়াইল