সাপের সাধারণত একটি মাথা থাকে। তবে মাঝেমধ্যে দেখা মেলে বিরল দুই মাথাওয়ালা সাপ। এমনই এক সাপের ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন আমেরিকার নর্থ কারোলিনার বাসিন্দা জেনি উইলসন। যা এখন ভাইরাল। জেনি বলেন, সাপটিকে দেখে প্রথমে ভয় পেয়েছিলাম। তারপরে দুটি মাথা দেখে অবাক হয়ে যাই। কিন্তু আমি সাপটাকে মেরে ফেলতে চাইনি। তাই জারে ভরে ফেলি। ফেসবুকে ভিডিও পোস্ট করার সময়ে জেনি ঘরের মধ্যে মেলা দুই মুখওয়ালা সাপের নাম দিয়েছেন, 'ডবল ট্রাবল'। পরে কাটাওবা সায়েন্স সেন্টার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সাপটিকে ওই সংস্থার হাতে তুলে দিয়েছেন জেনি। ওই সংস্থাটি জানিয়েছে, সাপটি মোটেও বিষধর নয়।র্ যাট স্নেক প্রজাতির সাপটির বয়স চার মাসের মতো। কাটাওবা সায়েন্স সেন্টার জানিয়েছে, এই বিরল সাপটিকে স্কুল পড়ুয়াদের দেখানোর জন্য রাখা হবে।