"নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি,নিজের জমি সুরক্ষিত রাখি’" এ প্রতিপাদ্যেকে সামনে রেখে নীলফামারীর কিশোরগঞ্জে ভূমি মেলা-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৫ মে) বিকেলে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ও ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি অটোমেশন প্রকল্পের সহযোগীতায় ভূমি অফিস প্রাঙ্গণে উদ্বোধনী ও জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়।মেলা উদ্বোধনের প্রাক্কালে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) (অঃদাঃ) এ,বি,এম, সারোয়ার রাব্বীর সভাপতিত্বে এ সময় ঘরে বসে হাতের মুঠোয় ভূমি সেবা পাওয়ার নানা দিক তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য দেন, ইউএনও মৌসুমী হক।এতে আরো বক্তাব্য দেন, উপজেলা মৎস কর্মকর্তা মোকাররম হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন,সাধারণ সম্পাদক একে,
এম তাজুল ইসলাম ডালিম, উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ্, সেক্রেটারী ফেরদৌস আলম, রেড জুলাই বিপ্লবের উপজেলা শাখার আহবায়ক মোতালেব হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের তহশিলদার প্রমুখ।