সিলেটে ভয়াবহ বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছে আল হারামাইন হাসপাতাল। সিলেটের কৃতীসন্তান ও বিশিষ্ট ব্যবসায়ী আল হারামাইন পারফিউমস গ্রম্নপ অব কোম্পানিজ, আল হারামাইন হাসপাতাল ও এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমানের নির্দেশে ২০ মে থেকে সিলেটের বিভিন্ন অঞ্চলে আল হারামাইন গ্রম্নপের ভাইস চেয়ারম্যান অলিউর রহমান ত্রাণসামগ্রী বিতরণ শুরু করেছেন।
এ ছাড়া মাহতাবুর রহমানের পক্ষ থেকে একই দিন থেকে বিয়ানীবাজারে তার বাবার নামে কাজী আব্দুল হক হাফেজিয়া মাদ্রাসায় অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে উন্মুক্ত করে দিয়েছেন। পাশাপাশি বিভিন্ন এলাকায় রান্নাবান্না করে বর্নাদুর্গত মানুষকে খাওয়ানোর ব্যবস্থা করেছেন এবং তা অব্যাহত থাকবে। বিজ্ঞপ্তি
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd