সোমবার, ১২ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

ঈদের পর ঢাকায় ফিরেছেন ১৩ লাখের বেশি সিমধারী

যাযাদি ডেস্ক
  ২৬ এপ্রিল ২০২৩, ০০:০০
ঈদের পর ঢাকায় ফিরেছেন ১৩ লাখের বেশি সিমধারী

পবিত্র ঈদুল ফিতরের পরের ২ দিনে (২৩-২৪ এপ্রিল) ১৩ লাখ ৭০ হাজার ৬৬১ সিমধারী ঢাকায় ফিরেছেন। এছাড়া ওই দুই দিনে ঢাকা ছেড়েছেন ২১ লাখ ৬৮ হাজার ৬০৯টি সিমধারী।

মঙ্গলবার বিকালে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রীর দেওয়া তথ্যে দেখা গেছে, ১৮ এপ্রিল ঢাকা ছেড়েছে ১২ লাখ ২৮ হাজার ২৭৮ জন গ্রাহক। ১৯ এপ্রিল (বুধবার) ১৬ লাখ ৭২ হাজার ৬৪৫ জন, ২০ এপ্রিল (বৃহস্পতিবার) ২৪ লাখ ৫৩ হাজার ৯০৯ জন, ২১ এপ্রিল (শুক্রবার) ৩১ লাখ ৯৭ হাজার ৪০৮ জন গ্রাহক রাজধানী ছেড়ে বিভিন্ন জেলায় গেছেন। আর ঈদের দিন ২২ এপ্রিল (শনিবার) গেছেন ১৬ লাখ ৭ হাজার ৫৪৬ জন, রোববার (২৩ এপ্রিল) ১২ লাখ ২৮ হাজার ৮০১ জন এবং সোমবার (২৪ এপ্রিল) ঢাকা ছেড়েছেন ৯ লাখ ৩৯ হাজার ৮০৮ জন গ্রাহক। সব মিলিয়ে গত সাত দিনে ঢাকা ছেড়েছেন এক কোটি ২৩ লাখ ২৮ হাজার ৩৯৫ জন গ্রাহক।

অন্যদিকে গত ১৮ এপ্রিল ঢাকায় ফিরেছেন ৬ লাখ ৬৭ হাজার ৭৮৩, ১৯ এপ্রিল (বুধবার) ৬ লাখ ৩২ হাজার ৫২২, ২০ এপ্রিল (বৃহস্পতিবার) ৬ লাখ ৫ হাজার ৫৯৭, ২১ এপ্রিল (শুক্রবার) ৪ লাখ ৮৫ হাজার ৭০৮, ঈদের দিন ২২ এপ্রিল (শনিবার) ৩ লাখ ৯৯ হাজার ১৮১, রোববার (২৩ এপ্রিল) ৪ লাখ ৯২ হাজার ৬১৯ এবং সোমবার (২৪ এপ্রিল) ৮ লাখ ৭৮ হাজার ৪২ জন সিমধারী গ্রাহক। সব মিলিয়ে গত সাত দিনে ঢাকা ফিরেছেন ৪১ লাখ ৬১ হাজার ৪৫২ জন গ্রাহক।

এ হিসাব গড়ে জনপ্রতি সিমের সংখ্যায় ধরা হয়েছে। ১৮ বছরের নিচে কেউ এই হিসাবের মধ্যে পড়েনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে