শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
বিআরটিএ'র তথ্য

এক বছরে সড়কে ঝরেছে ৫ হাজার ২৪ প্রাণ

ডিসেম্বরে ৪৮৩ সড়ক দুর্ঘটনায় ৪৩৩ জন নিহত হন। এর মধ্যে ঢাকায় ৮৬টি। এতে নিহত ৮৮ জন, আহত হন ৮৮ জন। চট্টগ্রামে ৯৪টি। নিহত ৭৯ জন, আহত হন ১৭২ জন। রাজশাহীতে ৭৪টি। নিহত ৬৩ জন, আহত হন ৫১ জন। খুলনায় ঘটেছে ৭৩টি। নিহত ৪৯ জন, আহত হন ১৩৫ জন
যাযাদি রিপোর্ট
  ১৭ জানুয়ারি ২০২৪, ০০:০০
এক বছরে সড়কে ঝরেছে ৫ হাজার ২৪ প্রাণ

২০২৩ সালে সারাদেশে পাঁচ হাজার ৪৯৫ সড়ক দুর্ঘটনায় পাঁচ হাজার ২৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। এর মধ্যে শুধু ডিসেম্বরে ৪৮৩ সড়ক দুর্ঘটনায় ৪৩৩ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার রাজধানী বনানীতে বিআরটিএ ভবনে সড়ক দুর্ঘটনার তথ্য প্রকাশ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার।

তিনি জানান, ২০২৩ সালে মোট পাঁচ হাজার ৪৯৫টি সড়ক দুর্ঘটনায় নিহত হন পাঁচ হাজার ২৪ জন এবং আহত হন সাত হাজার ৪৯৫ জন।

মাসভিত্তিক সড়ক দুর্ঘটনার তথ্য জানিয়ে বিআরটিএ চেয়ারম্যান জানান, ডিসেম্বরে ৪৮৩ সড়ক দুর্ঘটনায় ৪৩৩ জন নিহত হন।

এর মধ্যে ঢাকায় ডিসেম্বর মাসে সড়ক দুর্ঘটনা ঘটে ৮৬টি। এতে নিহত হন ৮৮ জন, আহত হন ৮৮ জন। চট্টগ্রামে ঘটে ৯৪টি। এসব দুর্ঘটনায় নিহত হন ৭৯ জন, আহত হন ১৭২ জন।

রাজশাহীতে ডিসেম্বর মাসে সড়ক দুর্ঘটনা ঘটে ৭৪টি। নিহত হয়েছেন ৬৩ জন, আহত হয়েছেন ৫১ জন। খুলনায় ঘটেছে ৭৩টি। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪৯ জন, আহত হয়েছেন ১৩৫ জন।

বরিশালে ডিসেম্বর মাসে সড়ক দুর্ঘটনা ঘটে ৩৩টি। নিহত হন ২৮ জন, আহত হন ৮৩ জন। সিলেটে ঘটে ২৪টি। এসব দুর্ঘটনায় নিহত হন ২৪ জন, আহত হন ২৫ জন।

রংপুর ডিসেম্বর মাসে সড়ক দুর্ঘটনা ঘটে ৫৫টি। এসব দুর্ঘটনায় নিহত হন ৫৪ জন, আহত হন ৪৩ জন। ময়মনসিংহে ঘটে ৪৪টি। এসব দুর্ঘটনায় নিহত হন ৪৮ জন, আহত হন ৪৪ জন।

জানুয়ারি মাসে সারাদেশে ৩২২ সড়ক দুর্ঘটনায় নিহত হন ৩৩৩ জন, আহত হন ৩৩৬ জন। ফেব্রম্নয়ারিতে ৩০৮ সড়ক দুর্ঘটনায় নিহত হন ৩০৩ জন, আহত হন ৪১৬ জন।

মার্চে সারাদেশে ৩৮৭ সড়ক দুর্ঘটনায় নিহত হন ৪১৫ জন, আহত হন ৬৮৮ জন। এপ্রিল মাসে সারাদেশে ৪৭৬টি সড়ক দুর্ঘটনায় নিহত হন ৪৫৯ জন, আহত হন ৭০৫ জন।

মে মাসে সারাদেশে ৪৮৩ সড়ক দুর্ঘটনায় নিহত হন ৩৯৪ জন, আহত হন ৬৪৯ জন। জুনে সারাদেশে ৫৬২ সড়ক দুর্ঘটনায় নিহত হন ৫০৪ জন, আহত হন ৭৮৫ জন।

জুলাইয়ে সারাদেশে ৫৬৬ সড়ক দুর্ঘটনায় নিহত হন ৫৩৩ জন, আহত হন ৯৩৪ জন। আগস্ট মাসে সারাদেশে ৪৫৮ সড়ক দুর্ঘটনায় নিহত হন ৩৭৬ জন ও আহত হন ৬৫৯ জন।

সেপ্টেম্বরে সারাদেশে ৪৫৪ সড়ক দুর্ঘটনায় নিহত হন ৪১০ জন, আহত হন ৬০৯ জন। অক্টোবরে ৪৩৭ সড়ক দুর্ঘটনায় নিহত হন ৩৯৪ জন ও আহত হন ৪৯২ জন। নভেম্বর মাসে সারাদেশে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় নিহত হন ৪৭০ জন এবং আহত হন ৫১৮ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে