শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ

  ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ

ক্যাম্পাসের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে ইউনিভার্সিটি ক্যাম্পাসের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ চেয়ারম্যান ড. মহিউদ্দীন খান আলমগীর। এ সময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মকবুল আহমদ খান ও উপাচার্য অধ্যাপক আলীম-দাদসহ ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তা। এরপর ভাষা শহীদ স্মরণে সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে একাডেমিক ভবনের সামনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। পরবর্তী কর্মসূচি হিসেবে সকাল ১০টায় ইউনিভার্সিটির সম্মেলন কক্ষে শিক্ষক-শিক্ষার্থীর উপস্থিতিতে ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা

দিবসের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দীন খান আলমগীর বলেন, 'একুশে ফেব্রম্নয়ারি এ জাতির সাংস্কৃতিক চেতনাকে রাজনৈতিক চেতনায় পরিণত করে স্বাধীনতা এনে দিয়েছিল। তাই জাতিকে এগিয়ে নিতে আগামী দিনের চতুর্থ শিল্প বিপস্নবের উপযোগী দক্ষ মানবসম্পদ ও চ্যালেঞ্জিং নেতৃত্ব হিসেবে নিজেকে গড়তে ছাত্রসমাজ একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আত্ম-গঠনে মনোনিবেশ করতে হবে।'

উপাচার্য অধ্যাপক আলিম দাদের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মকবুল আহম্মদ খান, কোষাধ্যক্ষ মোশারফ হোসেন সরকার, রেজিস্ট্রার ইউনুসুর রহমান, সহযোগী ডিন অধ্যাপক ড. ফারজানা আলম, অন্য বিভাগীয় প্রধান ও পরিচালকরা। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে