সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

আব্দুস সাত্তার দেওয়ান চিশতির ২২তম উরস মাহফিল অনুষ্ঠিত

  ০৬ মার্চ ২০২৪, ০০:০০
আব্দুস সাত্তার দেওয়ান চিশতির ২২তম উরস মাহফিল অনুষ্ঠিত
আব্দুস সাত্তার দেওয়ান চিশতির ২২তম উরস মাহফিল অনুষ্ঠিত

মুন্সীগঞ্জের শ্রীনগরে অনুষ্ঠিত হলো মহা সাধক আব্দুস সাত্তার দেওয়ান চিশতির ২২তম পবিত্র উরস ও দোয়া মাহফিল। সোমবার উপজেলার বাগবাড়ি গ্রামে লাখো মুসলিস্নর ঢলে অনুষ্ঠিত হয় দেওয়ানি-ই খাজা শেষ দর্শন দরবার শরিফে এই মাহফিল।

মাহফিলে দরবার শরিফের গদ্দিনশীন লিটন দেওয়ান চিশতির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি সিকদার গ্রম্নপের চেয়ারম্যান রিক হক সিকদার। অনুষ্ঠান উদ্বোধন করেন ওই গ্রম্নপের ম্যানেজিং ডিরেক্টর রন হক সিকদার। প্রধান বক্তা ছিলেন পীর মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরি। দ্বিতীয় বক্তা ছিলেন হজরত মাওলানা মোখলেসুর রহমান বাঙালি।

মাহফিলে আলহাজ হযরত মাওলানা আব্দুর রহমান রিজভী সুন্নি আল কাদেরি মাহফিল চিশতিয়া, কাদেরিয়া তরিকাত অনুসারী, আহলে বায়েত ও পাক পান জাতনের অনুসারী, আশেকানে আউলিয়া, সুফি ও ফকির দরবেশদের উপস্থিতিতে জেকের আজকার, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে