শুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

২ দিন পর ডেঙ্গুতে একজনের মৃতু্য শনাক্ত ১২

যাযাদি ডেস্ক
  ১৮ মে ২০২৪, ০০:০০
২ দিন পর ডেঙ্গুতে একজনের মৃতু্য শনাক্ত ১২

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই দিন পর ফের একজনের মৃতু্যর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিন নতুন করে ডেঙ্গু শনাক্ত হয়েছে আরও ১২ জনের। এর আগে গত ১৫ মে ডেঙ্গুতে তিনজনের মৃতু্য হয়েছিল। সবমিলিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৩ জনের মৃতু্য হলো। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ডেঙ্গু নিয়ে ছয়জন ভর্তি হয়েছেন। এর বাইরে ঢাকা বিভাগে পাঁচজন এবং ময়মনসিংহ বিভাগে একজন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫৮১ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, দেশের বিভিন্ন হাসপাতালে শুক্রবার সকাল পর্যন্ত ১৩৫ ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছিলেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি ছিলেন ৬৯ জন; ঢাকার বাইরে ৬৬ জন।

1

চলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৫ জন, যাদের মধ্যে ১৪ জনের মৃতু্য হয়েছে। ফেব্রম্নয়ারিতে হাসপাতালে ভর্তি হন ৩৩৯ জন, যাদের মধ্যে মৃতু্য হয়েছে তিনজনের।

মার্চ মাসে আক্রান্ত হন ৩১১ জন; যাদের মধ্যে পাঁচজনের মৃতু্য হয়েছে। এপ্রিলে আক্রান্ত হন ৫০৪ জন, যাদের মধ্যে মৃতু্য হয়েছে দুইজনের। মে মাসের ১৭ দিনে ৩৭২ জন ডেঙ্গু আক্রান্ত হন, মৃতু্য হয়েছে ৯ জনের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে