শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

নাইক্ষ্যংছড়িতে ১০০ কৃষককে নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
  ১৬ মে ২০২৫, ১৮:১৫
নাইক্ষ্যংছড়িতে ১০০ কৃষককে নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
ছবি: যায়যায়দিন

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে একশত কৃষককে নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৬ মে) সকাল ১০টায় এ কংগ্রেস উদ্বোধন হয়। চলবে দিনব্যাপী। নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ কংগ্রেসে উপস্থাপনা ও ট্রেইনার ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এনামুল হক।

এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন পার্টনার প্রকল্পের রাঙ্গামাটি অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার মুহাম্মদ রিয়াজ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বান্দরবান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক তোফিক আহমদ নূর।

1

সংশ্লিষ্ট সূত্র আরো জানান, ২০২৪-২০২৫ অর্থবছরে গ্রোগাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রা্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপণেনশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সরকার,বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক কৃষি উন্নয়ন সংস্থার যৌথ ব্যবস্থায় এ প্রকল্প বাস্থবায়ন করা হবে। কংগ্রেসে কৃষি উন্নয়নে সর্বশেষ পরিস্থিতি,উত্তম কৃষি চর্চা, পলিসি ও পরিকল্পনার বিষয় তুলে ধরা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে