সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

কারা অধিদপ্তরের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে বদলি

বিশেষ প্রতিনিধি
  ২৯ আগস্ট ২০২৪, ০০:০০
কারা অধিদপ্তরের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে বদলি
কারা অধিদপ্তরের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে বদলি

কারা অধিদপ্তরের সিনিয়র জেল সুপার ও জেল সুপার পদের পাঁচ কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে। প্রজ্ঞাপনটিতে মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব তাহনিয়া রহমান চৌধুরী সই করেন।

আদেশে সুরাইয়া আক্তারকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত), সুভাষ কুমার ঘোষকে শরীয়তপুর জেলা কারাগারের জেল সুপার, নেছার আলমকে হবিগঞ্জ জেলা কারাগারের জেল সুপার, মো. মতিয়ার রহমানকে দিনাজপুর জেলা কারাগারের জেল সুপার ও মো. আবু তালেবকে কারা অধিদপ্তরে সংযুক্ত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, কারা অধিদপ্তরের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এই পাঁচ কর্মকর্তাকে বদলি/রদবদল করা হয়েছে।

অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উলেস্নখ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে