বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

সংবাদ সংক্ষেপ

যাযাদি ডেস্ক
  ০৭ ডিসেম্বর ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

অভিযানের সময় 'ফাঁকা গুলি করে' পালাল আসামি

ম যাযাদি ডেস্ক

রাজবাড়ীর পাংশা উপজেলায় পুলিশের উপস্থিতি টের পেয়ে ফাঁকা গুলি ছুড়ে এক আসামির পালিয়ে যাওয়ার খবর জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার পাট্টা ইউনিয়নের বিলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে পাংশা

মডেল থানার ওসি মোহাম্মদ

সালাউদ্দিন জানান।

ওই আসামির নাম মো. সজিব। তার বাড়ি পাট্টা ইউনিয়নের বিলপাড়া গ্রামে।

ওসি সালাউদ্দিন বলেন, 'একটি মামলায় সজিবের অবস্থান শনাক্ত করে অভিযানে যায় পুলিশ সদস্যরা। এ সময় সে পুলিশের উপস্থিতি টের পেয়ে ফাঁকা গুলি করে পালিয়ে যায়। তবে এ ঘটনায় কোনো পুলিশ সদস্য আহত হয়নি।'

সজিবকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

ওসমানী বিমানবন্দরে

ফের ১ কেজি

সোনা জব্দ

ম যাযাদি ডেস্ক

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসা একটি ফ্লাইট থেকে ফের ১ কেজির বেশি স্বর্ণালংকার জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

শুক্রবার সকাল ৯টা ২৫ মিনিটের দিকে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-২৪৮ থেকে স্বর্ণগুলো জব্দ করা হয় বলে জানিয়েছেন সিলেট বিমানবন্দর ও এয়ারফ্রেইট

বিভাগের সহকারী কমিশনার

মো. সোহানুর রহমান।

তিনি বলেন, 'স্বর্ণালংকারগুলো যাত্রীবিহীন অবস্থায় বিমানের ২৬ সি নং সিটের নিচে কালো মোড়ক দিয়ে আবৃত ছিল। যার ওজন ১ কেজি ১৬৭ গ্রাম।'

তিনি আরও বলেন, 'সিলেটের কাস্টমস কমিশনার মো. তাসনিমুর রহমানের সার্বিক নির্দেশনায় বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ এ অভিযান পরিচালনা করেন। স্বর্ণ উদ্ধারের ঘটনায় মামলা করা হবে।'

ঢাকায় ব্যাটারি রিকশার চাপায় প্রাণ গেল শিশুর

ম যাযাদি রিপোর্ট

ঢাকার তেজগাঁওয়ে ব্যাটারিচালিত রিকশার চাপায় মো. অমর হোসেন (৮) এক শিশুর মৃতু্য হয়েছে। বৃহস্পতিবার রাত সাতটার দিকে মধ্য বেগুনবাড়ি এলাকায় তাদের ভাড়া বাসার কাছেই এ ঘটনা ঘটে। মৃত ওমর ভোলার লালমোহন উপজেলার সাতবাড়িয়া গ্রামের ভ্যানচালক মোশারফ হোসেনের ছেলে। তার

দুই ছেলে ও মেয়ের মধ্যে

ওমর ছিল ছোট।

শিশুটির খালু মো. আলাউদ্দিন বলেন, ওমর বাসার কাছেই খেলছিল। সেখানে দ্রম্নতগতির একটি ব্যাটারিচালিত রিকশা তাকে চাপা দিলে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত

ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে