'সাহিত্যের ভাষার হোক নবজাগরণ' প্রতিপাদ্যকে সামনে রেখে সাউথইস্ট ইউনিভার্সিটির ল্যাঙ্গুয়েজ এ্যান্ড লিটেরেচার ক্লাব ২ দিনব্যাপী আয়োজন করে ইয়ামাহা প্রেজেন্ট লিটারেচার অলিম্পিয়াড। ৪ ও ৫ ডিসেম্বর অনুষ্ঠিত অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ইয়ামাহা এসিআই মটরস।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপচার্য অধ্যাপক ডক্টর ইউসুফ মাহবুবুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ডক্টর এম মোফাজ্জাল হোসেন, গ্রামীণ ব্যাংকের পরিচালক ডক্টর ফারহানা ফেরদৌসী। আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, বিচারক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে কাব্যকথন, গান, নাচ, এমসিকিউ, স্পেলিং বি, পাবলিক স্পিকিং (ইংলিশ), ফটো কন্টেস্ট, বারোয়ারী বিতর্ক (বাংলা)সহ মোট আটটি বিষয়ে প্রতিযোগিতা হয়। এতে দেশের ২০টি বিশ্ববিদ্যালয় ও ১৭ কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।
অনুষ্ঠানটির দিকনির্দেশনায় ছিলেন সাউথইস্ট ইউনিভার্সিটি ল্যাঙ্গুয়েজ এ্যান্ড লিটেরেচার ক্লাবের মডারেটর নুজহাত আফরিন ও লাইজু আক্তার। ক্লাবের সভাপতি শেখ আরিফ রহমান পুরো প্রোগ্রামটা সমন্বয় করছেন। সংবাদ বিজ্ঞপ্তি