মঙ্গলবার বিকালে ঢাকার অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংবিধান ও নির্বাচনব্যবস্থা সংস্কারের লক্ষ্যে খসড়া প্রস্তাবের ওপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এতে সংবিধান সংস্কারের প্রস্তাবনা উপস্থাপন করেন- বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ এ এম মো. সাঈদ ও আইন বিভাগের শিক্ষকরা। নির্বাচনব্যবস্থা সংস্কারের প্রস্তাবনা উপস্থাপন করেন- সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের পরিচালক ড. আ ন ম এহসানুল হক মিলন। সভাপতিত্ব করেন- বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোহাম্মদ শামসুল আলম লিটন। ড. এহসানুল হক মিলন ইকু্যইটি অ্যান্ড জাস্টিজের ওপর গুরুত্বারোপ করেন। বৈঠকে সংবিধান সংস্কার বিষয়ে কার্যকরীভাবে বিচার বিভাগ পৃথকীকরণ, বিচার বিভাগের জন্য আলাদা মন্ত্রণালয়, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, ন্যায়পাল নিয়োগ এবং গ্রাম আদালতের প্রভিশনসহ কার্যকরী স্থানীয় সরকারব্যবস্থা করার প্রস্তাব করা হয়।
বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোহাম্মদ শামসুল আলম লিটন প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করা এবং জনসংখ্যা বৃদ্ধির কারণে সংবিধানে টহরঃধৎু ঝুংঃবস থেকে ঋবফবৎধষ ঝুংঃবস এ সংস্কার করার বিষয়ে আলোকপাত করেন। আলোচনায় প্রস্তাবিত বিষয়াবলী অন্তর্ভুক্ত করে প্রস্তাবগুলো সংশ্লিষ্ট সংস্কার কমিশনে জমা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আলোচনা সভায় বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের সদস্যসচিব মো. কামরুজ্জামান লিটু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক তারেক ফজল, সাংবাদিক সিদ্দিকুর রহমান খান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি