ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে এক দিনে আরও পাঁচজনের মৃতু্যর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ সময় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫৬২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে এডিস মশাবাহিত এই রোগ চলতি বছর ৫২২ জনের প্রাণ কাড়ল। আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৯৫ হাজার ৬৩২ জনে।
বৃহস্পতিবার নিয়মিত বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় যে পাঁচজন মারা গেছেন, তার মধ্যে তিনজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ভর্তি ছিলেন। আর ঢাকা বিভাগ ও চট্টগ্রাম বিভাগীয় এলাকার হাসপাতালে মারা গেছেন দুইজন।
আর নতুন করে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ২৬৮ জন, ঢাকা বিভাগে ৫৫ জন, ময়মনসিংহে ১৮ জন, চট্টগ্রামে ৭৮ জন, খুলনায় ৪৭ জন, রাজশাহী বিভাগে ৩৭ জন, রংপুর বিভাগে দুইজন, বরিশাল বিভাগে ৫৩ জন এবং সিলেট বিভাগের হাসপাতালে চারজন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২৪০৮ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ৯৯৬ জন; আর ১৪১২ ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি। এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ৫৭ হাজার ৩৮৭ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮ হাজার ২৪৫ জন।
চলতি বছর সবচেয়ে বেশি ৩০ হাজার ৮৭৯ জন রোগী ভর্তি হয়েছেন অক্টোবর মাসে। ওই মাসে ১৩৫ জনের মৃতু্য হয়েছিল। এক মাসে সবচেয়ে বেশি মৃতু্য হয়েছে নভেম্বরে, ১৭৩ জন। নভেম্বর মাসে ২৯ হাজার ৬৫২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
ডিসেম্বরের প্রথম সাত দিনে ৪ হাজার ১৬৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, মৃতু্য হয়েছে ৩৪ জনের।
জানুয়ারি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৫ জন, যাদের মধ্যে ১৪ জনের মৃতু্য হয়েছে। ফেব্রম্নয়ারি মাসে হাসপাতালে ভর্তি হন ৩৩৯ জন, এর মধ্যে মৃতু্য হয়েছে তিনজনের। মার্চ মাসে আক্রান্ত হয়েছেন ৩১১ জন; এর মধ্যে ৫ জনের মৃতু্য হয়েছে। এপ্রিল মাসে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০৪ জন, এর মধ্যে মৃতু্য হয়েছে দুইজনের। মে মাসে ৬৪৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, মৃতু্য হয়েছে ১২ জনের। জুন মাসে ৭৯৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, মৃতু্য হয়েছে ৮ জনের।
জুলাই মাসে ২৬৬৯ জন রোগী হাসপাতালে ভর্তি হন, তাদের মধ্যে ১২ জনের মৃতু্য হয়। আগস্টে ৬৫২১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন, যাদের মধ্যে ২৭ জনের মৃতু্য হয়।