সোমবার, ২৬ মে ২০২৫, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২

সংবাদ সংক্ষেপ

যাযাদি ডেস্ক
  ০৩ জানুয়ারি ২০২৫, ০০:০০
সংবাদ সংক্ষেপ

মুন্নী সাহা ও তার স্বামীর

বিরুদ্ধে অভিযোগ

1

তদন্ত করবে দুদক

ম যাযাদি রিপোর্ট

সাংবাদিক মুন্নী সাহা ও তার স্বামী কবির হোসেন তাপসের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনসহ ব্যাংক হিসাবে ১৩৪ কোটি টাকা লেনদেনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন সাংবাদিকদের এই তথ্য জানান।

আক্তার হোসেন বলেন, 'মুন্নী সাহা ও তার স্বামী এমএস প্রমোশনের (বিজ্ঞাপনী সংস্থা) স্বত্বাধিকারী কবির হোসেন তাপসের বিরুদ্ধে নিজ ব্যাংক হিসাবে ১৩৪ কোটি টাকা লেনদেন, বর্তমান স্থিতি ১৪ কোটি টাকা ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক।'

ডিএমপির ৮ সহকারী পুলিশ কমিশনারকে বদলি

ম যাযাদি ডেস্ক

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার আটজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। বুধবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।

অফিস আদেশে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. ওমর আলীকে রমনা বিভাগ (পেট্রোল-ধানমন্ডি), তৌফিক আহমেদকে (সিটিটিসি), শাওন পালিতকে লালবাগ বিভাগ ঢাকা (পেট্রোল- লালবাগ), মো. রাসেল রানাকে কল্যাণ ও ফোর্স বিভাগ (ওয়েলফেয়ার অ্যান্ড স্পোর্টস), খান মাহমুদুল হাসানকে (গোয়েন্দা বিভাগ), মাহমুদুল হাসানকে ট্রাফিক-উত্তরা বিভাগ (ট্রাফিক-উত্তরা পশ্চিম জোন), অনীশ কীর্ত্তনীয়কে মিরপুর বিভাগ (পেট্রোল-পলস্নবী) ও মো. ফেরদাউছ হোসেনকে মিরপুর বিভাগ (পেট্রোল-মিরপুর) বদলি করা হয়েছে।

কুমিলস্নায় গোমতীর পাড়

থেকে মরদেহ উদ্ধার

ম স্টাফ রিপোর্টার, কুমিলস্না

কুমিলস্নায় ভারত সীমান্তের কাছ থেকে এক বাংলাদেশির মরদেহ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার সকালে সীমান্তবর্তী সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কটক বাজার এলাকার গোমতী নদীর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের শরীরে আঘাতের চিহ্ন ছিল এবং মুখ দিয়ে লালা পড়ছিল। মৃত ব্যক্তির নাম কাজী ছবির (৪২)। তিনি সদর উপজেলার গাজীপুর মধ্যপাড়া এলাকার কাজী নজিরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মরদেহটি সীমান্ত এলাকায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ ও বিজিবির সহযোগিতায় সীমান্ত এলাকা থেকে সেটি উদ্ধার করা হয়। এ সময় বুকে ও হাতে আঘাতের চিহ্ন দেখা গেছে। পরে মরদেহটি উদ্ধার করে কুমিলস্না মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ। এখনও হাসপাতালের মর্গে আছে।

বছরের প্রথম দিনে

ট্রাফিক আইন লঙ্ঘনে

১৯০৮ মামলা

ম যাযাদি ডেস্ক

বছরের প্রথম দিনই রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ৯০৮টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির ট্রাফিক বিভাগ। এছাড়াও অভিযানকালে ৪৩টি গাড়ি ডাম্পিং ও ৭২টি গাড়ি রেকার করা হয়েছে। বুধবার রাজধানীর বিভিন্ন জায়াগায় এসব মামলা করা হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে