বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে মূল বক্তা ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, যথাক্রমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের অধ্যাপক ড. দীনবন্ধু পাল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারপারসন ড. প্রিয়াংকা গোপ।
শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি এর ফাইন অ্যান্ড পারফর্মিং আর্টস অনুষদের ডিন অধ্যাপক ড. প্রদীপ নন্দী এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের ফ্যাকাল্টি, কর্মকর্তা ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
অতিথিবৃন্দ পাখোয়াজ বাদনের ব্যাখা, বিশ্লেষণ, সঙ্গীত ও নৃত্যে এর ভূমিকা ও গুরুত্ব তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তারা পাখোয়াজ বাদনকে সঙ্গীত ও নৃত্যকলার জৌলশ উলেস্নখ করে অসাবধানতাবশত এর অবমূল্যায়ন করলে সংস্কৃতির বিকাশ বাধাগ্রস্ত হবে বলে পাখোয়াজ বাদনসহ অন্যান্য বাদ্যযন্ত্র তথা উপকরণের ব্যবহার ও সংগ্রহে যত্নশীল হওয়ার আহ্বান জানান। সর্বশেষ শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের বিস্তারিত উত্তর প্রদানের মধ্য দিয়ে শেষ হয় প্রায় দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠান। সংবাদ বিজ্ঞপ্তি