বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

গ্রিন স্কয়ার আবাসিক এলাকায় হোটেল ব্যবসা স্থানীয়দের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক
  ৩১ জানুয়ারি ২০২৫, ০০:০০
গ্রিন স্কয়ার আবাসিক এলাকায় হোটেল ব্যবসা স্থানীয়দের প্রতিবাদ
রাজধানীর গ্রিন রোডের আবাসিক এলাকায় গড়ে তোলা নুর স্কয়ার ভবন -যাযাদি

রাজধানীর কলাবাগান থানার গ্রিন রোডের গ্রিন স্কয়ার আবাসিক এলাকাটি একটি আর্দশ আবাসিক এলাকা হিসেবে পরচিত। সম্প্রতি গ্রিন স্কয়ারের ১২ নম্বর হোল্ডিংয়ের নুর স্কয়ার নামের ভবনে ফিটনেস ক্লাব, আর্ট স্কুল, বিউটি প্রোডাক্ট স্টোর এবং ভিআইপি গেস্ট হাউজ নাম দিয়ে আবাসিক হোটেল ব্যবসা চালু করেছেন মো. নুরুন নবী ও তার বোন আছমা আক্তার। এতে এলাকার বাসিন্দাদের শান্তিপূর্ণভাবে বসবাস ও নুর স্কয়ারের পাশে অবস্থতি ণডঈঅ স্কুল অ্যান্ড কলেজের পাঠদান ঝুঁঁকিতে পড়েছে।

বিষয়টি নিয়ে গ্রিন স্কয়ার কল্যাণ সমিতি পক্ষ থেকে প্রতিবাদ জানানো হলে উল্টো সংগঠনটির সদস্যদের হুমকি দেওয়া হয়েছে। সমিতির দেওয়া অভিযোগের ভিত্তিতে রাজউক তদন্ত কাজের সূচনা করতেই নুর স্কয়ার ভবনের

মালিক মো. নুরুন নবী ও আছমা আক্তার সংক্ষুব্ধ হয়ে সমিতি এবং সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যাচারে লিপ্ত হয়েছেন। তারা সংবাদপত্র ও বিভিন্ন মাধ্যমে ষড়যন্ত্রমূলকভাবে নানা অপবাদ ও কুৎসা রটাচ্ছেন। সমিতির পক্ষ থেকে দৈনিক যায়যায়দিনে পাঠানো এক চিঠিতে নুরুন নবী ও আছমা আক্তারের র্কমকান্ডকে অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক বলে আখ্যা দেওয়া হয়েছে।

পাশাপাশি নুর স্কয়ারের নকশা পর্যালোচনা করার জন্য রাজউকের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি। এ ছাড়া আবাসকি এলাকায় 'অবৈধ আবাসিক হোটেল' ও অন্যান্য বাণিজ্যিক কার্যক্রম বন্ধে সংশ্লিষ্টদের পদক্ষেপ নেওয়ার জন্য সমিতির সভাপতি মো. রেজাউল ইসলাম ও সাধারণ সম্পাদক শামীম আহমেদ স্বাক্ষরিত ওই চিঠিতে আহ্বান জানানো হয়েছে। সেইসঙ্গে কারো অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে