সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

মায়ের পরিচয় গ্রহণ মেয়ের জন্মগত অধিকার :দিলিস্ন হাইকোর্ট

নিজের জন্মদাত্রী মায়ের পরিচয় গ্রহণ যে কোনো কন্যার জন্মগত অধিকার। একটি মামলায় এমনটাই মন্তব্য করলেন দিলিস্ন হাইকোর্ট। মামলাকারী তরুণীকে মায়ের পরিচয় বদলের অনুমতি দিয়েছেন আদালত। ওই তরুণী নিজের যাবতীয় নথি থেকে সৎমায়ের পরিচয় সরিয়ে জন্মদাত্রী মায়ের নাম যোগ করতে পারবেন।
আইন ও বিচার ডেস্ক
  ০১ অক্টোবর ২০২৪, ০০:০০
মায়ের পরিচয় গ্রহণ মেয়ের জন্মগত অধিকার :দিলিস্ন হাইকোর্ট
মায়ের পরিচয় গ্রহণ মেয়ের জন্মগত অধিকার :দিলিস্ন হাইকোর্ট

বাবা এবং মায়ের বিয়ে বিচ্ছেদের পর সাময়িকভাবে বাবার কাছে থাকছিলেন তরুণী। সে সময়ে তার পরীক্ষার নথিতে মা ি সেবে সৎমায়ের নাম লেখা হয়েছিল। যা পরবর্তী সময়ে তিনি বদলাতে চান। তরুণীকে মায়ের নাম বদলের অনুমতি দিয়েছেন দিলিস্ন হাইকোর্ট।

নিজের জন্মদাত্রী মায়ের পরিচয় গ্রহণ যে কোনো কন্যার জন্মগত অধিকার। একটি মামলায় এমনটাই মন্তব্য করলেন দিলিস্ন হাইকোর্ট। মামলাকারী তরুণীকে মায়ের পরিচয় বদলের অনুমতি দিয়েছেন আদালত। ওই তরুণী নিজের যাবতীয় নথি থেকে সৎমায়ের পরিচয় সরিয়ে জন্মদাত্রী মায়ের নাম যোগ করতে পারবেন।

দিলিস্নর বাসিন্দা শ্বেতা আদালতে জানিয়েছেন, সিবিএসই বোর্ডের অধীনে তিনি যখন দশম শ্রেণির চূড়ান্ত পরীক্ষা দেন, সেই সময়ে রেজিস্ট্রেশনের নথিতে মায়ের নামের জায়গায় তার সৎমায়ের নাম লেখা হয়েছিল। ওই সময়ে তিনি বাবা এবং সৎমায়ের সঙ্গেই থাকছিলেন। তার বাবা এবং মায়ের বিয়েবিচ্ছেদের পর সাময়িকভাবে বাবার কাছে থাকার বন্দোবস্ত হয়েছিল। এখন তিনি মায়ের কাছেই থাকেন। তাই চান, তার বোর্ডের পরীক্ষার নথিতেও মা হিসেবে জন্মদাত্রীর নামই রাখা হোক।

তরুণী জানিয়েছেন, এই মর্মে তিনি সিবিএসই বোর্ড কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছিলেন। কিন্তু সেখান থেকে জানানো হয়েছে, বাবা বা মায়ের নাম পরীক্ষার নথিতে পরিবর্তনের কোনো সুযোগ নেই। এরপরেই তরুণী আদালতের দ্বারস্থ হন। এ প্রসঙ্গে দিলিস্ন হাইকোর্টের পর্যবেক্ষণ, যে কোনো ব্যক্তির তার জন্মদাতা বাবা অথবা জন্মদাত্রী মায়ের পরিচয়ে পরিচিত হওয়ার অধিকার রয়েছে। এটি তার মৌলিক অধিকার। এই অধিকার থেকে তাকে বঞ্চিত করা যায় না।

আদালত আরও জানিয়েছেন, যে কোনো ব্যক্তির ভবিষ্যতের জন্য পরীক্ষার নথি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সারা জীবন সিবিএসই পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ শংসাপত্রে তার মা হিসেবে এমন একজনের নাম থাকবে, যিনি তাকে জন্ম দেননি তরুণী এটি মেনে নিতে পারছেন না। এই ঘটনায় তার মনের ওপরে প্রভাব ফেলছে। একে শুধু আইনি লড়াই নয়, ব্যক্তিগত লড়াই বলেও মন্তব্য করেছেন আদালত।

আদালত আরও জানান, এ ক্ষেত্রে তরুণীর আবেদন খারিজ করে দেওয়া সঠিক হবে না। অনেকের কাছে এটি তুচ্ছ ঘটনা বলে মনে হতে পারে। কিন্তু মামলাকারীর কাছে এটি এতটাই গুরুত্বপূর্ণ যে, একটি নামের ফারাক তার জীবন বদলে দিতে পারে। তরুণীর আবেদন মঞ্জুর করে প্রয়োজনীয় পদক্ষেপ করতে সিবিএসইকে নির্দেশ দিয়েছেন আদালত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে