বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২
নারী দিবসে ড. চৌধুরী সায়মা

দেশকে এগিয়ে নেওয়ার যাত্রা শুরু হয়েছে

যাযাদি রিপোর্ট
  ০৯ মার্চ ২০২৫, ০০:০০
দেশকে এগিয়ে নেওয়ার যাত্রা শুরু হয়েছে

নারী মানুষ হিসাবে সম্মান চায়। তাদের সিদ্ধান্তের সম্মান ও মূল্যায়ন চায়। মেধার মানদন্ডে কোনো পার্থক্য নেই। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রফেসর ড. চৌধুরী সায়মা ফেরদৌস এসব কথা বলেন।

জুলাই আন্দোলন নিয়ে তিনি বলেন, যুদ্ধ এখনও শেষ হয়নি, যুদ্ধ শুরু হয়েছে। আমি জুলাই আন্দোলনের কথা বার বার বলি কারণ আমরা ইতিহাস খুব তাড়াতাড়ি ভুলে যাই। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা দীর্ঘ যাত্রা আমরা শুরু করেছি।

আজ শনিবার "আন্তর্জাতিক নারী দিবস ২০২৫" উপলক্ষে ধানমন্ডি ডাবিস্নউ ভি এ মিলনায়তনে সম্মিলিত নারী প্রয়াসের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ বছর আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য হচ্ছে-'অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন'।

প্রফেসর সায়মা আরও বলেন সমাজে অনেকে পুরুষ বিদ্বেষী হয়ে উঠছেন। একজন ধর্ষনকারী সে পুরুষ নন, তিনি শুধুই একজন ধর্ষক। জুলাই গণ আন্দোলন সফল হয়েছে তার বড় একটা কারণ হাজার মায়েরা তাদের সন্তানদের এগিয়ে দিয়েছেন।

জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে সহ সভাপতি ডা. শাহীন আরা আনওয়ারীর কবিতা 'আমি ছাত্র' ভিডিও এর মাধ্যমে উপস্থাপন করা হয়।

সম্মিলিত নারী প্রয়াসের সভাপতি প্রফেসর ড. শামীমা তাসনীম তার উদ্বোধনী বক্তব্যে বলেন, জুলাই আন্দোলনে শহীদ আবু সাইদ, ফারহান, মুগ্ধর মা আজ সকলের মা। মা, মাতৃভূমি এ যে এক তা আজ আমরা বুঝতে পারছি। আন্তর্জাতিক নারী দিবস বিশ্বে পালিত হচ্ছে ১'শ বছর। বাংলাদেশে ৫০ বছর ধরে পালিত হচ্ছে। এখনও আমাদের অধিকারের কথা বলতে হয়। তাহলে মানবাধিকারের কি মানে। নারী কি তাহলে মানুষ নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে