শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

ইরেন জোলিও-কু্যরি

নন্দিনী ডেস্ক
  ১১ মার্চ ২০২৫, ০০:০০
ইরেন জোলিও-কু্যরি
ইরেন জোলিও-কু্যরি

ইরেন জোলিও-কু্যরি ছিলেন বিখ্যাত ফরাসি বিজ্ঞানী। তিনি ১৮৯৭ সালের ১২ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তিনি মারিয়া সক্লদভস্কা কু্যরি এবং পিয়ের কু্যরি দম্পতির কন্যা ও ফ্রেদেরিক জোলিও-কু্যরির স্ত্রী ছিলেন। তিনি এবং তার স্বামী ফ্রেদেরিক জোলিও-কু্যরির সঙ্গে যৌথভাবে কৃত্রিম তেজস্ক্রিয় পদার্থ আবিষ্কারের ফলে রসায়নশাস্ত্রে নোবেল পুরস্কার লাভ করেন। কু্যরি দম্পতির এ সাফল্যের প্রেক্ষাপটে অদ্যাবধি সফলতম নোবেল বিজয়ী পরিবার হিসেবে আসীন রয়েছে।

ফ্রান্সের প্যারিসে ইরেন কু্যরি জন্মগ্রহণ করেন। ১০ বছর বয়সে একবছর মেয়াদি সনাতনী শিক্ষাগ্রহণের পর পিতামাতা তার মধ্যে অসম্ভব গাণিতিক বুদ্ধিমত্তার ছাপ দেখতে পান। কিন্তু প্রাতিষ্ঠানিক দক্ষতা আনয়ণে আরো বেশি প্রতিকূল পরিবেশ মোকাবিলা করতে হয় তাদের। মারি কু্যরি বেশ কয়েকজন প্রখ্যাত ফরাসি ব্যক্তিত্বসহ পদার্থবিদ পোল লঁজ্যভাঁর সহায়তায় 'দ্য কোঅপরাটিভ' নামে একটি অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতির সূচনা করেন- যা ফ্রান্সের শিক্ষাব্যবস্থার তুলনায় ভিন্নতর ছিল। এ পদ্ধতিতে পিতামাতার মধ্যে একজন অন্যের সন্তানকে পড়াশোনা করানোর জন্যে বাড়িতে গিয়ে পড়াতেন। এর শিক্ষাসূচি মানসম্পন্ন ছিল এবং বিজ্ঞান ও বৈজ্ঞানিক গবেষণার পাশাপাশি বৈচিত্র্যপূর্ণ বিষয় হিসেবে নিজস্ব অভিব্যক্তি প্রকাশ ও খেলার ছলে চীনা ভাষা এবং ভাস্কর্য কলাও শেখানো হতো। এ শিক্ষাপদ্ধতি দুই বছরের জন্যে স্থায়ী হয়েছিল। এরপর ১৯১২ থেকে ১৯১৪ সাল পর্যন্ত তাকে পুনরায় অর্থোডক্সের পরিবেশে শেখার জন্যে প্যারিসের কেন্দ্রস্থলে অবস্থিত কলেজ সেভিনেতে ভর্তি করানো হয়। অতঃপর সরবোনে বিজ্ঞান অনুষদে ভর্তি হয়ে তিনি তার ব্যাকালরেট ডিপেস্নামা অর্জন করেন। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধজনিত কারণে তার পড়াশোনা ব্যাহত হয়েছিল।

ডিএসসি ডিগ্রি অর্জনের শেষদিকে ১৯২৪ সালে ব্যবহারিক পরীক্ষাগারের দিকনির্দেশনায় তেজস্ক্রিয় রাসায়নিক গবেষণায় তরুণ রাসায়নিক প্রকৌশলী ফ্রেদেরিক জোলিওর কাছ থেকে শিক্ষাগ্রহণ করেন। ঐ সময় ফ্রেদেরিক জোলিও রেডিয়াম ইনস্টিটিউটে বিখ্যাত মহিলা বিজ্ঞানী মারি কু্যরির সহকারী হিসেবে কাজ করছিলেন। একপর্যায়ে ইরেন কু্যরি ফ্রেদেরিক জোলিওকে ভালোবেসে ফেলেন। ৪ অক্টোবর, ১৯২৬ সালে প্যারিসে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। উভয়েই তাদের গোত্র নাম পরিবর্তন করে জোলিও-কু্যরি রাখেন। ১৯২৮ সালে স্বামী-স্ত্রী একসঙ্গে পারমাণবিক পদার্থবিদ্যা সম্পর্কীয় গবেষণায় মনোনিবেশ করেন। তাদের পরীক্ষা-নিরীক্ষা কর্মে পজিট্রন এবং নিউট্রনকে একত্রে দেখতে পান- যা ফলাফলে আশানুরূপ হয়নি। এ গুরুত্বপূর্ণ গবেষণার ফলাফলকে কেন্দ্র করে কার্ল ডেভিড এন্ডারসন এবং জেমস চ্যাডউইক কর্তৃক ১৯৩২ সালে নিউট্রন আবিষ্কৃত হয়। এ আবিষ্কৃারগুলো ১৮৯৭ সালে জে জে থমসনের ইলেকট্রন আবিষ্কারের পাশাপাশি আলোচিত হতে থাকে ও জন ডাল্টনের পরমাণু গঠন তত্ত্বের স্থলাভিষিক্ত হয়। ১৯৩৫ সালে জোলিও-কু্যরি দম্পতি রসায়নশাস্ত্রে নোবেল পুরস্কার লাভ করেন। কৃত্রিম তেজস্ক্রিয়তা আবিষ্কারের দরুণ তাদের এ মূল্যায়ন করা হয়। এর ফলে স্বল্পকালীন সময়ের জন্যে বোরন, ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম সহযোগে আলফা উপাদান থেকে রেডিওআইসোটোপ তৈরি করা সম্ভবপর।

জোলিও তার জীবনের শেষদিকে অরসেতে পরমাণু পদার্থবিদ্যা কেন্দ্র প্রতিষ্ঠায় মনোনিবেশ করেন। সেখানেই তার সন্তানরা উচ্চশিক্ষা লাভ করেন।

তিনি ১৯৫৬ সালের ১৭ মার্চ মৃতু্যবরণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে