বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কোচ-খেলোয়াড় আসছেন যাচ্ছেন এটা পৃথিবীর নিয়ম : সালাউদ্দিন

ক্রীড়া প্রতিবেদক
  ৩০ মে ২০২৩, ০০:০০

আগেই বাংলাদেশের দুই ফুটবলার সাজেদা খাতুন ও আনুচিং মোগিনি দল ছেড়ে চলে গেছেন। গত কয়েক দিনের মধ্যে আরও দুই নির্ভরযোগ্য ফুটবলার সিরাত জাহান স্বপ্না ও আঁখি খাতুন ক্যাম্পে অনুপস্থিত। স্বপ্না তো অবসরের ঘোষণা দিয়েছেন। আর আঁখি যাচ্ছেন চীনে। এদের পাশাপাশি সাফজয়ী কোচ গোলাম রব্বানী ছোটনও পদত্যাগ করেছেন। এমন পরিস্থিতিতে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন কোনো চাপ অনুভব করছেন না। সোমবার বিকেলে জরুরি সভায় বসেছিল বাফুফের নির্বাহী কমিটি। যেখানে একমাত্র এজেন্ডা ছিল নারী ফ্র্যাঞ্চাইজি লিগ। আগামী ১০ জুন থেকে এই লিগ শুরু করার ঘোষণা দিয়েছে বাফুফে।

কাজী মো. সালাউদ্দিন বলেছেন, 'আজ আমরা লিগ শুরুর একটা তারিখ ঠিক করেছি। এই লিগটার অনেক চাহিদা। মেয়েদের, গণমাধ্যমের। সিদ্ধান্ত নিয়েছি লিগটা করব। ১২ দিনের লিগ। ফাইনালসহ ১৩টা ম্যাচ। এ সময় করতে না পারলে ফিফা উইন্ডো থাকবে না, বিদেশি খেলোয়াড় পাওয়া যাবে না। এজন্য এ সময়ের মধ্যেই করবে। এই লিগে অংশ নেবে চারটি দল।'

বাফুফে সভাপতি বলেছেন, 'তিনি (ছোটন) আজই (সোমবার) আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন। এটা সব সদস্যের কাছে দেওয়া হবে। আমরা আগামী বোর্ড সভায় এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবো।'

ক্যাম্প থেকে খেলোয়াড় চলে যাচ্ছেন, কোচ পদত্যাগ করেছেন। কেন এমন হচ্ছে? এ নিয়ে বাফুফে সভাপতির বক্তব্য, 'একজন যাবেন, একজন আসবেন। ম্যারাডোনা নেই, মেসি আসছেন। আবার মেসি চলে যাবেন। এটাই তো নিয়ম। এটা একটা প্রক্রিয়া। মেয়েরা যারা গিয়েছে, তাদের ব্যক্তিগত বিষয় তো আছেই। কোচ পদত্যাগ করবেন। আরেকজন আসবেন। তিনি আবার রিজাইন করবেন। কিংবা স্যাক হবে। গোটা পৃথিবী এভাবেই তো চলছে'- যোগ করেন বাফুফে প্রধান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে