মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১৯ আশ্বিন ১৪৩০
walton
এশিয়ান গেমস হকি

বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ জাপান

ক্রীড়া প্রতিবেদক
  ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
চীনের হাংজুর উদ্দেশে ঢাকা ছেড়েছেন দেশের হকি দলের খেলোয়াড়রা -ফাইল ফটো

আগামী ২৪ সেপ্টেম্বর চীনে শুরু হবে এশিয়ান গেমস। সেখানে খেলবে বাংলাদেশ জাতীয় হকি দল। আসন্ন এই আসরে অংশগ্রহণ করতে সোমবার রাতে চীনের হাংজুর উদ্দেশে ঢাকা ছেড়েছেন দেশের হকি দলের খেলোয়াড়রা।

স্থানীয় গংশু কানাল স্পোর্টস পার্ক ফিল্ড হকি স্টেডিয়ামে এশিয়ান গেমসের এই ডিসিপিস্ননের খেলা হবে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর। ১২টি দলের অংশগ্রহণে দুটি গ্রম্নপে দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করবে। 'এ' গ্রম্নপে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, জাপান, উজবেকিস্তান ও সিঙ্গাপুর এবং 'বি' গ্রম্নপে রয়েছে স্বাগতিক চীন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, ওমান ও থাইল্যান্ড। বাংলাদেশ গ্রম্নপপর্বের প্রথম ম্যাচে ২৪ সেপ্টেম্বর জাপানের সঙ্গে মোকাবিলা করবে। এরপর ২৬ সেপ্টেম্বর পাকিস্তান, ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর, ৩০ সেপ্টেম্বর উজবেকিস্তান এবং ২ অক্টোবর ভারতের বিপক্ষে খেলবে।

বাংলাদেশ স্কোয়াড : কর্মকর্তা: মাহবুবুল এহসান রানা (ম্যানেজার), শহিদুলস্নাহ টিটু (সহকারী ম্যানেজার), ইয়ং কিউ কিম (প্রধান প্রশিক্ষক) ও মোহাম্মদ আশিকুজ্জামান (সহকারী প্রশিক্ষক)।

খেলোয়াড়: বিপস্নব কুজুর, নুরুজ্জামান নয়ন, ফরহাদ আহমেদ শিটুল, আশরাফুল ইসলাম, সোহানুর রহমান সবুজ, রেজাউল করিম বাবু, আমিরুল ইসলাম, মেহেদী হাসান, রোমান সরকার, নাঈম উদ্দিন, আল নাহিয়ান শুভ, ফজলে হোসেন রাব্বি, হুজাইফা হোসেন, রাসেল মাহমুদ জিমি, রকিবুল হাসান, পুস্কর ক্ষিসা মিমো, আরশাদ হোসেন ও মিলন হোসেন। স্ট্যান্ডবাই: শহিদুল ইসলাম সৈকত, আবেদ উদ্দিন, সাইজুদ্দিন ও আবদুলস্নাহ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
shwapno

উপরে