শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৩ আশ্বিন ১৪৩০
walton

আশা নিয়ে ভিয়েতনাম গেল অনূর্ধ্ব ১৭ দল

ক্রীড়া প্রতিবেদক
  ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

এএফসি অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে ২০১৭ ও ২০১৯ সালে সেরা আটে খেলেছে বাংলাদেশ। কোভিড পরিস্থিতির কারণে ২০২১ সালের আসরটি মাঠে গড়ায়নি। ২০২৪ সালের মেয়েদের এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়া কাপের মূল পর্বের জন্য ২০ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় পর্বের বাছাই শুরু হবে, সেখানে অংশ নিতে সোমবার ভিয়েতনামের উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ ফুটবল দল। 

গত এপ্রিলে সিঙ্গাপুরে বাংলাদেশ এই বাছাইয়ের প্রথম পর্বে গ্রম্নপ চ্যাম্পিয়ন হয়েছিল। প্রথম পর্বের আট গ্রম্নপের চ্যাম্পিয়ন দল এবার দ্বিতীয় বাছাইয়ে দুই গ্রম্নপে খেলছে। দ্বিতীয় ধাপের বাছাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ভিয়েতনাম, অস্ট্রেলিয়া ও ফিলিপাইন। দুই গ্রম্নপের শীর্ষ দু'টি করে দল আগামী বছর ইন্দোনেশিয়ায় মূল পর্বে খেলবে। বাংলাদেশও টানা তৃতীয়বারের মতো মূল পর্বে জায়গা করে নিতে চাইছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
shwapno

উপরে