শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

চৌহালীতে  অসদুপায় অবলম্বনের দায়ে এক এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

চৌহালী  (সিরাজগঞ্জ ) প্রতিনিধি
  ০৩ জুলাই ২০২৫, ১৮:১৭
চৌহালীতে  অসদুপায় অবলম্বনের দায়ে এক এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার
ছবি : যায়যায়দিন

ভাঙ্গন কবলিত সিরাজগঞ্জের চৌহালীতে এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালীন সময়ে উপজেলার এসবিএম কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

বহিষ্কৃত শিক্ষার্থী— বিজ্ঞান বিভাগের চৌহালী সরকারি কলেজের ছাত্রী ।

চৌহালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে জানান, পাবলিক এক্সামিনেশন অ্যাক্ট-১৯৮০ ধারা অনুযায়ী অসদুপায় অবলম্বনের প্রমাণ পাওয়ায় একজন পরীক্ষার্থীকে তাৎক্ষণিক বহিষ্কার করা হয়েছে। তিনি আরও জানান,

‘পরীক্ষার শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। আর ঐ পরীক্ষার্থীর বহিষ্কারের বিষয়টি রাজশাহী শিক্ষা বোর্ডকে জানানো হয়েছে।

এছাড়াও ‘পরীক্ষাকেন্দ্রে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অনিয়ম রোধে প্রশাসন, পুলিশ ও শিক্ষা বোর্ড যৌথভাবে কাজ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে