শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

সব বোর্ডের সমান অর্থ পাওয়া উচিত:লয়েড

ক্রীড়া ডেস্ক
  ১৪ জানুয়ারি ২০২৪, ০০:০০
সব বোর্ডের সমান অর্থ পাওয়া উচিত:লয়েড

ক্লাইভ লয়েডের নেতৃত্বেই আশির দশকে দাপুটে ক্রিকেট শক্তি হয়ে উঠেছিল ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট ও ওয়ানডেতে তারা ছিল বলতে গেলে অজেয় দল। এই লয়েড এখন টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত। টি২০ খেলাটা তরুণদের ক্রিকেটার হিসেবে বেড়ে উঠতে দিচ্ছে না, মনে করেন তিনি। অধিনায়ক হিসেবে তিনটি বিশ্বকাপের ফাইনাল খেলা লয়েড মুখ খুলেছেন ক্রিকেট বিশ্বে বিগ-থ্রির (ভারত, ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া) আধিপত্য নিয়েও। তার মতে, শুধু তিনটি বোর্ড লভ্যাংশের বেশিরভাগ নেবে, এটা কিছুতেই ন্যায্য হতে পারে না।

ভারতের পশ্চিমবঙ্গের অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেছেন ওয়েস্ট ইন্ডিজকে দু'বার বিশ্বকাপ জেতানো সাবেক এই অধিনায়ক। টি২০ ক্রিকেট নিয়ে তিনি বলেন, 'আমি আগেও বলেছি এবং আবারও বলছি, টি২০ হলো প্রদর্শনী আর টেস্ট ক্রিকেট হলো পরীক্ষা। আমাদের তরুণদের অভ্যাস হলো বল মেরে মাঠের বাইরে পাঠানো, যেন কোথাও চুক্তিবদ্ধ হতে পারে। এটা আমার অপছন্দ।'

৭৯ বছর বয়সি লয়েড মনে করেন, বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি টি২০ লিগের দাপট শুরু হলেও টেস্ট ক্রিকেটকে খাটো করে দেখার সুযোগ নেই। তার কথা, 'এটা (টি২০ লিগ) রোমাঞ্চকর ব্যাপার। আমি চাই না এটার জন্য টেস্ট ক্রিকেট জায়গা হারাক। এটা সত্য যে, এসব কারণে (ফ্র্যাঞ্চাইজি লিগ) ক্রিকেটারদের জীবন আরেকটু সচ্ছল হয়েছে। কিন্তু টেস্ট ক্রিকেট এখনো গুরুত্বপূর্ণ।'

আইসিসির লভ্যাংশ বণ্টনের ব্যবস্থা নিয়েও সরব হয়েছেন লয়েড। তিনি বলেন, 'আমি মনে করি, সবার সবকিছুর সমান ভাগ পাওয়া উচিত। ইংলিশ প্রিমিয়ার লিগে তাকান। ম্যানচেস্টার ইউনাইটেড কি লিভারপুলের চেয়ে বেশি পায়? আর্সেনাল কি চেলসির চেয়ে বেশি পায়? না, তারা সমান ভাগ পায়।'

তিনি যোগ করেন, 'আমার মনে হয়, সবার সমান ভাগ পাওয়া উচিত। হঁ্যা, নেতৃত্বে থাকলে হয়তো কিছু বেশি পেতে পারে.. তাই বলে তিনটি দেশ মিলে বাকিদের অগ্রাহ্য করবে, সেটা অনুচিত।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে