রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২
সংবাদ সংক্ষেপ

অবসরের ঘোষণা দিলেন ওয়ার্নার

ক্রীড়া ডেস্ক
  ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
অবসরের ঘোষণা দিলেন ওয়ার্নার

টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটকে আগেই বিদায় জানিয়েছেন ডেভিড ওয়ার্নার। বাকি ছিল টি২০। এবার সেই সংস্করণ থেকেও সরে যাচ্ছেন অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপজয়ী এই ওপেনার। আগামী টি২০ বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন ডেভিড ওয়ার্নার। শুক্রবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন বাঁ-হাতি এ ব্যাটার।

শক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অনন্য এক রেকর্ড গড়েন ওয়ার্নার। রস টেলর ও বিরাট কোহলির পর তৃতীয় ক্রিকেটার হিসেবে টেস্ট, ওয়ানডে ও টি২০তে ১০০তম ম্যাচ খেলেন। এ দিনই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন অজি ওপেনার।

২০২৩ সালে ওয়ানডে এবং চলতি বছর জানুয়ারিতে টেস্ট থেকে অবসর নেন ওয়ার্নার। ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ শেষে ওয়ার্নার বলেন, 'জিততে পেরে খুব ভালো লাগছে। হোবার্টের উইকেট ব্যাট করার জন্য আদর্শ উইকেট ছিল। দারুণভাবে সেটাই কাজে লাগিয়েছি। আগামী টি২০ বিশ্বকাপ খেলতে চাই এবং সেখান থেকেই ক্রিকেট খেলা শেষ করতে চাই।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে