সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

বাইশারীতে দুর্বৃত্তদের আগুনে পুড়ে ছাই বসতঘর

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
  ১১ মে ২০২৫, ১২:৫৪
বাইশারীতে দুর্বৃত্তদের আগুনে পুড়ে ছাই বসতঘর
ছবি-যায়যায়দিন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের দক্ষিন বাইশারী গ্রামে দুর্বৃত্তদের দেওয়া আগুনে মোঃ জুনায়েদ প্রকাশ জুনুর বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

ঘটনাটি ঘটেছে ১০ মে শুক্রবার গভীর রাত পৌনে ২ টার দিকে।

জুনায়েদর স্ত্রী ও পিতা বাদশাহ মিয়া জানান, রাত পৌনে ২টার দিকে প্রায় শতাধিক সন্ত্রাসীরা এসে পুরো গ্রাম ঘেরাও করে ফেলে। এর পর জুনায়েদর বাড়ী থেকে লোকজন দের বের করে দিয়ে পেট্রোল ঢেলে আগুন জালিয়ে দেয়। তারা ঘর থেকে কিছুই বের করতে পারে নাই। গোয়াল ঘর থেকে ৮ টি গরু নিয়ে যায়। এছাড়াও আগুনে পুড়ে যায় ঘরের আসবাব পত্র। যার ক্ষতির পরিমান প্রায় অর্ধ কোটি টাকা।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ আনোয়ারুল ইসলামসহ সংগীয় ফোর্স। পুলিশ জানান তাদের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার ও শনাক্ত করা সম্ভব হয়নি।পাশাপাশি পুলিশ আগুন নিভানোর চেষ্টা অব্যাহত রেখেছে এবং আশ পাশের বাড়ীঘর রক্ষা করে। তিনি বিষয়টি উর্ধতন কতৃপক্ষের নিকট অবহিত করেছেন। তদন্ত পুর্বক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

স্থানীয় ইউপি সদস্য নুরুল কবির, বাইশারী ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল করিম বান্টু সাধারন সম্পাদক আবুল কালাম সহ অনেকেই ঘটনাস্থল পরিদর্শন করেন। বিষয়টি নিয়ে সকলেই উদ্বিগ্ন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার দাবী জানান।

যাযাদি/আর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে