শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১

চেন্নাই'র পরের ম্যাচে থাকছেন না মুস্তাফিজ

ক্রীড়া প্রতিবেদক
  ০৪ এপ্রিল ২০২৪, ০০:০০
চেন্নাই'র পরের ম্যাচে থাকছেন না মুস্তাফিজ

চেন্নাই সুপার কিংসের হয়ে এবার আইপিএল খেলতে নেমেই আলো কাড়েন মুস্তাফিজুর রহমান। প্রথম ম্যাচেই হন ম্যাচ সেরা। পরের দুই ম্যাচেও দলের একাদশে ছিলেন বাংলাদেশের বাঁহাতি পেসার। তবে জরুরি প্রয়োজনে দেশে ফেরায় শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলা হচ্ছে না তার।

মঙ্গলবার ভারত থেকে দেশে ফেরেন মুস্তাফিজ। জানা গেছে, যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করার জন্যই তাকে ফিরতে হয়েছে। জুন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া বিশ্বকাপে বাংলাদেশ দলের অন্যতম সদস্য বাঁহাতি পেসার। বিসিবি সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়ার জন্য বায়োমেট্রিক দিতে হবে মুস্তাফিজকে। এই প্রক্রিয়া সম্পন্ন করে আগামী সপ্তাহে ভারতে ফিরবেন তিনি। এতে করে শুক্রবারের ম্যাচটাতে দলের সঙ্গে থাকা হবে না তার। ধারণা করা হচ্ছে ৮ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে তাকে পাবে চেন্নাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে