সোমবার, ২৬ মে ২০২৫, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২

বাংলাদেশি স্পিনারদের প্রশংসায় ভাসালেন মুশতাক

ক্রীড়া প্রতিবেদক
  ১৬ আগস্ট ২০২৪, ০০:০০
বাংলাদেশি স্পিনারদের প্রশংসায় ভাসালেন মুশতাক
পাকিস্তানে টেস্ট সিরিজের আগে অনুশীলনে স্পিন কোচ মুশতাক আহমেদ ও সাকিব আল হাসান -সংগৃহীত

রাজনৈতিক ডামাডোলের মধ্যে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ দলের ক্রিকেট মিশন। পাকিস্তানের বিপক্ষে আগামী ২১ আগস্ট থেকে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। ইতোমধ্যে পাকিস্তানে পৌঁছে যাওয়া বাংলাদেশ দল করেছে অনুশীলন। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বৃহস্পতিবার অনুশীলনের পর গণমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশের স্পিন কোচ মুশতাক আহমদ।

মুশতাকের অধীনে যথেষ্ট উন্নতি করছেন বাংলাদেশের স্পিনাররা। রিশাদ হোসেনের উন্নতি সবার চোখে পড়েছে। আগে থেকেই দলে আছেন তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজরা। নিজের শিষ্যদের প্রশংসায় ভাসিয়েছেন মুশতাক। তিনি জানান, তারা ছাত্র হিসেবে খুব ভালো। পরামর্শগুলো মনোযোগ দিয়ে শোনেন।

1

মুশতাক বলেছেন, 'বাংলাদেশের স্পিনাররা যথেষ্ট ভালো। টেকনিক্যালি ও ট্যাক্টিক্যালি তারা ম্যাচের মোমেন্টাম ধরতে পারে। তাইজুল, মিরাজরা বাংলাদেশকে অনেক ম্যাচ জিতিয়েছে। রিশাদ উন্নতি করছে। সবচেয়ে বড় দিক, তারা খুব ভালো শ্রোতা। যে কোনো পরামর্শ মন দিয়ে শোনে। তাদের সঙ্গে কাজ করতে পেরে দারুণ লাগছে।'

পাকিস্তানের সঙ্গে ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশের কম্বিনেশন, তা নিয়ে মুশতাক বলেন, 'আগে উইকেট দেখতে হবে। পরিবেশ বুঝতে হবে। সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নেব। তার আগে আসলে এসব নিয়ে বলা যায় না। আমাদের দলের কম্বিনেশন সবদিক থেকেই ভালো। ছেলেরা মাঠে নামতে তৈরি হচ্ছে।'

শান্তদের সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও প্রধান বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান। এ অবস্থায় দেশটিতে বন্ধ করে দেওয়া হয়েছে মোবাইল ইন্টারনেটসহ সামাজিক যোগাযোগমাধ্যম। তাতে বিপাকে পড়েছে পাকিস্তান সফরে থাকা বাংলাদেশের ক্রিকেটাররা।

পাকিস্তানে থাকা ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে তাদের পরিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শরণাপন্ন হয়েছেন। বিসিবি সংশ্লিষ্ট কর্তাদের ফোন করে পাকিস্তানের অবস্থা জানতে চাইছেন তারা।

বিসিবির একটি সূত্র জানায়, 'কয়েকজন ক্রিকেটারের পরিবার আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। আমাদের দল নিরাপদে আছে। আপাতত স্থানীয় নম্বর দিয়ে যোগাযোগের ব্যবস্থা করা হচ্ছে। কেউ কেউ ভিপিএন দিয়েও চেষ্টা করছেন। আপাতত শঙ্কার কিছু নেই।'

বাংলাদেশ দলের পাকিস্তান যাওয়ার কথা ছিল ১৭ আগস্ট। কিন্তু দেশে অনুশীলনের পরিস্থিতি না থাকায় ১২ আগস্ট উড়াল দেয় দল। ১৪ আগস্ট আনুষ্ঠানিক অনুশীলনও করে লাল সবুজের প্রতিনিধিরা। ২১ আগস্ট থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। ৩০ আগস্ট করাচিতে হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

পাকিস্তানে সিরিয়াস সাকিব

ছাত্রদের আন্দোলন নিয়ে নীরব থাকায় আগে থেকেই সমালোচনার মুখে পড়েছিলেন সাকিব আল হাসান। গণঅভু্যত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর সংসদ বিলুপ্ত হয়ে গেছে। আর তাতে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়ার মাত্র কয়েক মাসের মাথায় সংসদ সদস্যের পদও খোয়া গেছে সাকিবের। ভক্তদের সমালোচনার বাণ, দলের পতন ভুলে ক্রিকেটে ফেরার অপেক্ষায় টাইগার এই অলরাউন্ডার।

এরই মধ্যে গত বুধবার রাতে অন্য কারণে আলোচনায় উঠে আসেন সাকিব। মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে কয়েকটি ভিডিও ক্লিপ ও ছবি। যেখানে তার সঙ্গে দেখা গেছে সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কন্যা ও বিপিএলের দল কুমিলস্না ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামালকে।

সাকিবের এমন ভিডিও ক্লিপ স্বাভাবিকভাবেই নজর এড়ায়নি দেশের ক্রিকেট ভক্তদের। রাতভর চলেছে নানা আলোচনা সমালোচনা। সঙ্গে স্ত্রী উম্মে শিশিরের সঙ্গে বিবাহ বিচ্ছেদের গুঞ্জনও চাউর হয়। সেই শঙ্কা অবশ্য বেড়েছে শিশিরের কারণেই। সাকিবের সঙ্গে অনেক ছবিই আচমকা সরিয়ে দেন তিনি।

অবস্থা এত বেগতিক হয় যে, শেষ পর্যন্ত পোস্ট করে স্বামীর পাশে দাঁড়ান সাকিবপত্নী। সোশ্যাল মিডিয়ায় যখন এমন ঝড়, সাকিব তখন পাকিস্তানে। আসন্ন টেস্ট সিরিজ সামনে রেখে দলের সঙ্গে শেষ মুহূর্তের অনুশীলনে ব্যস্ত সময় কাটাচ্ছেন। বুধবার ব্যাটিং অনুশীলন করতে দেখা গিয়েছিল। গতকাল বল হাতে দেখা গেল সিরিয়াস সাকিবকে। স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের সঙ্গে পরামর্শ করতেও দেখা গেছে তাকে।

দেশে রাজনৈতিক অস্থিরতায় সাকিবের ক্রিকেটে ফেরা নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে আপাতত সাকিবের ক্রিকেট ক্যারিয়ারে রাজনীতির প্রভাব পড়ছে না। পাকিস্তান সিরিজের দলে আছেন তিনি। গেল রোববার দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দল ঘোষণার একদিন পর বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানান সাকিব সুযোগ পেয়েছেন মেধার জোরেই।

দেশে তার দল আওয়ামী লীগ যখন 'গণহত্যা' চালাচ্ছে, তখন নীরব থেকে মৌন সম্মতি দিয়ে গেছেন সাকিব। এমনকি পরিবার নিয়ে কানাডার চিড়িয়াখানায় পশুপাখি দেখে বেরিয়েছেন। রাজনীতির ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের পাশে দাঁড়াননি তিনি। কিন্তু সেই সাকিবই এবার দেশের হয়ে মাঠে নামার অপেক্ষায়। গণহত্যার দায় এড়িয়ে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে প্রস্তুত হচ্ছেন সাকিব। অথচ সংসদ বিলুপ্ত করায় তিনিও একজন বিতাড়িত সংসদ সদস্য। এতকিছুর পরও বাংলাদেশের পক্ষে তার এই মাঠে নামা নিয়ে কমবেশি ক্ষোভ আছে ভক্তদের মাঝে।

করাচি টেস্টে দর্শুক প্রবেশ নিষিদ্ধ

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের একটিতে দর্শক প্রবেশ নিষিদ্ধ থাকছে। করাচি ন্যাশনাল স্টেডিয়ামের সংস্কার কাজ চলায় এমন সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এক বিবৃতি দিয়ে বিষয়টি জানিয়েছে পিসিবি। ৩০ আগস্ট থেকে করাচিতে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। প্রথম ম্যাচ হবে রাওয়ালপিন্ডিতে ২১ আগস্ট থেকে।

বিবৃতিতে পিসিবি জানায়, 'আমাদের আবেগপ্রবণ দর্শকরা ক্রিকেটে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা আমরা বুঝি, দর্শকরাই আমাদের খেলোয়াড়দের অনুপ্রেরণা জোগায়। দর্শকদের স্বাস্থ্য এবং নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। সব কিছু বিবেচনা করার পর আমাদের মনে হয়েছে, দ্বিতীয় টেস্টটি দর্শক ছাড়াই সবচেয়ে নিরাপদ পদক্ষেপ।'

দুঃখ প্রকাশ করে পিসিবি জানায়, 'দর্শকদের সাময়িক অসুবিধার জন্য আমরা গভীরভাবে দুঃখিত, আমরা ভক্তদের আশ্বস্ত করতে চাই যে চলমান স্টেডিয়াম সংস্কার তাদের অভিজ্ঞতা বৃদ্ধির লক্ষ্যে। এই সংস্কার হলো আমাদের প্রতিশ্রম্নতির অংশ, যাতে ভেনু্যটিকে আরও দর্শকবান্ধব করে তোলা যায় এবং এটিকে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫-এর জন্য প্রস্তুত করা যায়।'

যারা ইতোমধ্যে টিকিট কিনেছেন তা ফেরত দেবে পিসিবি, 'এই সিদ্ধান্তের ফলে, দ্বিতীয় টেস্টের টিকিট বিক্রি স্থগিত করা হয়েছে। যারা ইতোমধ্যে টিকিট কিনেছেন তারা স্বয়ংক্রিয়ভাবে সম্পূর্ণ অর্থ ফেরত পাবেন।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে