চোট সারিয়ে দীর্ঘ এক বছর পর আল হিলালের হয়ে মাঠে ফিরেছেন নেইমার। এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় ম্যাচ খেলতে নামলেও আবার চোটে পড়েছেন তিনি। ইরানের ইস্তেগলাল এএফসির বিপক্ষে ৩-০ গোলে জয়ের দিন চোট নিয়ে মাঠ ছেড়ে যেতে হয়েছে তাকে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটিতে সোমবার রাতে ম্যাচের ৫৮ মিনিটে মাঠে নামেন নেইমার। কিন্তু টিকতে পারেননি ৩০ মিনিটও।
মাঠে নেমে বেশ কিছু ভালো পাস দেন নেইমার, কিছু ঝলক দেখান। এক পর্যায়ে গোল মুখে ভালো একটি পাস পেয়ে গোলের সুযোগও পান। কিন্তু সেই পাস নিয়ন্ত্রণে নিতে গিয়েই পায়ে টান লাগে তার। ডান পায়ের পেছনের দিকের পেশিতে হাত দিয়ে নিচু হয়ে থাকেন একটু সময়, পরে অস্বস্তি নিয়ে হাঁটতে দেখা যায় তাকে। এরপরই মাঠ ছেড়ে যান ৩২ বছর বয়সি তারকা। তার আগের চোট ছিল বাঁ পায়ে। এই চোট কতটা গুরুতর তা জানা যায়নি। তিনি নিজেই মাঠ ছেড়ে যান, তাতে চোট খুব বাজে নয় বলেই অনুমান করা যায়। তবে মাঠ ছাড়ার সময় তার চোখেমুখে হতাশা ও বিরক্তির ছাপ ছিল স্পষ্ট। ডাগআউটে বসে মোজা ও বুট খুলে ছুড়ে মারেন তিনি।
গত বছরের ১৭ অক্টোবর ব্রাজিলের হয়ে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে এসিএল চোটে পড়েন নেইমার। কিছুদিন পর অস্ত্রোপচার করাতে হয় তার। পুনর্বাসনের দীর্ঘ পালা শেষে গত ২১ অক্টোবর তিনি মাঠে ফিরতে পারেন। এফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচেই আল আইনের বিপক্ষে তাকে নামানো হয় ম্যাচের ৭৭ মিনিটে। দ্বিতীয় ম্যাচে আরেকটু বেশি সময় খেলার চ্যালেঞ্জ ছিল তার। ঝামেলা হয়ে গেল এখানেই।
এক বছরের বেশি সময় পর মাঠে ফিরে দ্বিতীয় ম্যাচেই ফের চোট পেয়েছেন নেইমার। ব্রাজিলিয়ান এই তারকার চোটের খবর ভয় ধরিয়ে দিয়েছে সমর্থকদের মনে। তবে নেইমার নিজে আশ্বস্ত করেছেন যে এবারের চোটটা গুরুতর নয়। খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যান তিনি। তার বেরিয়ে যাওয়ার ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভক্তরা প্রকাশ করতে থাকেন হতাশা। পরে ইনস্টাগ্রামে নেইমার নিজের আপডেট দিয়ে লেখেন, 'আশা করছি বেশি কিছু হয়নি। এটা স্বাভাবিক এক বছর পর ফিরলে এমন হতে পারে। চিকিৎসকরা আমাকে সতর্ক করেছেন, কাজেই আমাকে আরও সতর্ক হয়ে বেশি মিনিট খেলতে হবে।'
যদি ফিট থাকেন তাহলে ২৬ নভেম্বর এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল-সাদের বিপক্ষে আল-হিলালের হয়ে খেলবেন ৩২ পেরুনো ফরোয়ার্ড। যেটা হবে চলতি মৌসুমে ক্লাবের হয়ে তার তৃতীয় ম্যাচ।