বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

সিরিজ জয়ের লক্ষ্যে আয়ারল্যান্ডের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
  ৩০ নভেম্বর ২০২৪, ০০:০০
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা -ওয়েবসাইট

প্রথম ম্যাচ জিতে আত্মবিশ্বাস বেড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের। আয়ারল্যান্ডের নারীদের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টি আজ শনিবার। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল ১০টায়। এই ম্যাচ জিতলে সিরিজ নিজেদের করে নিবে স্বাগতিক বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ

সিরিজের প্রথম ম্যাচ বাংলাদেশ জিতেছে ইতিহাস গড়ে। নিজেদের ওয়ানডে ইতিহাসের সবচেয়ে বড় জয় পেয়েছে তারা। ১৫৪ রানের ব্যবধানে পাওয়া জয়টি দলকে নিঃসন্দেহে অনুপ্রেরণা জোগাবে। দ্বিতীয় ওয়ানডের আগে ইতিবাচক ব্যাপার, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগেই ছন্দে আছে বাংলাদেশ।

প্রথম ম্যাচের পর বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেছিলেন, 'ব্যাটাররা চমৎকার খেলেছে। টপ অর্ডার রান পেয়েছে। সুপ্তার ইনিংসটি (৯৬ রান) দারুণ ছিল। সে সেঞ্চুরি মিস করেছে, তবে দলের জন্য খুব প্রয়োজনীয় ইনিংস এটি। বোলাররা নিজেদের কাজ ঠিকঠাক করেছে। দুটি রান আউট করেছি আমরা। আমাদের ক্রিকেটাররা দিন দিন উন্নতি করছে। এটি ইতিবাচক দিক।'

আগামী বছর সেপ্টেম্বরে ভারতে বসবে নারী ওয়ানডে বিশ্বকাপ। আট দলের টুর্নামেন্টে সরাসরি খেলবে ছয় দল। স্বাগতিক ভারতের সঙ্গে চ্যাম্পিয়নশিপের শীর্ষ পাঁচ দল জায়গা করে নেবে সরাসরি। বাকি দুদল আসবে বাছাইপর্ব খেলে। ১০ দলের চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ এখন আছে ৯ নম্বরে আছে। বাকি আছে দুটি সিরিজ। আইরিশদের পর আগামী জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে বাংলার নারীরা। সেটি অবশ্য ক্যারিবীয় দ্বীপপুঞ্জে হবে।

বাংলাদেশের জন্য শীর্ষ ছয়ে থাকার কাজটা বেশ কঠিন। সম্ভাবনা বাঁচিয়ে রাখতে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচগুলোতে চোখ রাখছে বাংলাদেশ। যার প্রথম ধাপ বেশ ভালোভাবেই পার হয়েছেন জ্যোতি-মারুফারা। এখন নজর দ্বিতীয় ম্যাচে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে