ক্রিকেট এখন বাণিজ্যিক খেলা বললে ভুল হবে না। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর প্রায় সবারই রয়েছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি২০ লিগ। যা কেড়ে নিচ্ছে বছরের অনেকটা সময়। বিশ্বজুড়ে এর ব্যাপ্তি এতটাই বেড়ে গেছে যে, কোন দেশে কখন কোন লিগ শুরু ও শেষ হচ্ছে, তা মনে রাখাই মুশকিল।
গত কয়েক বছর ধরেই কয়েকটি টুর্নামেন্ট একই সময় কিংবা কাছাকাছি সময় চলছে। ২০২৫ সালও এর ব্যতিক্রম হবে না। আগামী বছরের প্রথম মাসেই একই সঙ্গে দেখা যাবে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট।
এর মধ্যে রয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ, দক্ষিণ আফ্রিকার এসএ২০, নিউজিল্যান্ডের সুপার স্ম্যাশ ও সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ (আইএলটি২০)।
বিপিএল, বিগ ব্যাশ, এসএ২০ ও সুপার স্ম্যাশের সূচি আগেই ঘোষণা করা হয়েছিল। এর মধ্যেই আইএলটি২০-এর সূচিও চূড়ান্ত করে ফেলল আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি)।
অন্য তিন টুর্নামেন্টের মতো আইএলটি২০-এর সূচিও বিপিএলের সঙ্গে সাংঘর্ষিক হতে চলেছে। জানুয়ারিজুড়ে চলবে এই পাঁচ টি২০ টুর্নামেন্ট:
টুর্নামেন্ট (আসর) দেশ-সময়কাল
বিপিএল (১১তম) বাংলাদেশ-৩০ ডিসেম্বর ২০২৪ থেকে ৭ ফেব্রম্নয়ারি
বিগ ব্যাশ লিগ (১৪তম) অস্ট্রেলিয়া-১৫ ডিসেম্বর ২০২৪ থেকে ২৭ জানুয়ারি
এসএ২০ (৩য়) দক্ষিণ আফ্রিকা-৯ জানুয়ারি ২০২৫ থেকে ৮ ফেব্রম্নয়ারি
আইএলটি২০ (৩য়) আরব আমিরাত-১১ জানুয়ারি ২০২৫ থেকে ৯ ফেব্রম্নয়ারি
সুপার স্ম্যাশ (২০তম) নিউজিল্যান্ড-২৬ ডিসেম্বর ২০২৪ থেকে ২ ফেব্রম্নয়ারি।