বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

আমুরির ম্যানইউয়ের প্রথম জয়

ক্রীড়া ডেস্ক
  ৩০ নভেম্বর ২০২৪, ০০:০০
আমুরির ম্যানইউয়ের প্রথম জয়

ম্যানচেস্টার ইউনাটেডে ম্যানইউ প্রথম জয়ের স্বাদ পেলেন রুবেন আমুরি। বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগে তার দল পেছনে থেকেও বোদো-গিস্নমটকে ৩-২ গোলে হারিয়েছে। গোলরক্ষক নিকিতা হাইকিনের হাস্যকর ভুলে প্রথম মিনিটের মধ্যে এগিয়ে যায় ম্যানইউ। সতীর্থের একটি ব্যাকপাস নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন বোদো কিপার। ওদিকে রাসমুস হয়লুন্দ বল পেয়েই পাস দেন আলেহান্দ্রো গারনাচোকে। আর্জেন্টাইন ফরোয়ার্ড খুব কাছ থেকে গোলমুখ খোলেন।

ম্যাচে নাটকীয় মোড় নেয় কিছুক্ষণ পর। নরওয়েজিয়ানরা দ্রম্নত সময়ে দুটি গোল করে এগিয়ে যায়। ১৯তম মিনিটে উঁচু কোনাকুনি শটে হাকোন এভজেন সমতা ফেরান। টাইরেল মালাসিয়াকে বোকা বানিয়ে ইউনাইটেড কিপার আন্দ্রে ওনানাকে পরাস্ত করেন ফিলিপ জিঙ্কারনাগেল। নিস্তব্ধ হয়ে যায় ওল্ড ট্র্যাফোর্ডের গ্যালারি। বিরতির ঠিক আগে ইউনাইটেড সমতা ফেরায়।

নাসোইর মাজরাওয়ি বক্সের মধ্যে বল বাড়িয়ে দেন। হয়লুন্দ বল নিয়ন্ত্রণে নিয়ে প্রথম ছোঁয়াতেই হয়লুন্দ জাল কাঁপান। এর কিছুক্ষণ আগে ম্যাসন মাউন্ট ক্রসবারে আঘাত করেন। ম্যানইউ আর কোনো গোলের দেখা পায়নি। তবে ওনানা দুটি দারুণ সেভে তাদের তিন পয়েন্ট এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাতে করে ৯ পয়েন্ট নিয়ে বোদোর ঠিক ওপরে ১২তম স্থানে তারা। আমুরির অভিষেক ম্যাচে ম্যানইউ ইংলিশ প্রিমিয়ার লিগে ইপসউইচ টাউনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে