আয়ারল্যান্ড মেয়েদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে দারুণ পারফর্ম করেছে বাংলাদেশ। মিরপুরে প্রথম ওয়ানডেতে নিজেদের রেকর্ড সংগ্রহ-জয়ের ব্যবধানে রেকর্ডের পর দ্বিতীয় ম্যাচে নামছে নিগার সুলতানা জ্যোতির দল। তার আগে কথা বলেছেন টিম টাইগ্রেসের ব্যাটিং কোচ নাসির উদ্দিন ফারুক। দুই দলের পার্থক্য দেখিয়ে বলেছেন, 'আয়ারল্যান্ড থেকে আমরা ভালো দল।'
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে শুক্রবার নাসির উদ্দিন ফারুক বলেন, 'বিগত আট মাস আমরা টি২০ ক্রিকেটে মনোযোগ দিয়েছি। কিন্তু যদি দেখেন, বিগত সময়গুলোতে অস্ট্রেলিয়া বাদে আমরা কিন্তু ওয়ানডেতে ভালো ছিলাম। শারমিন আক্তার সুপ্তা ফিরে আসায় দলে অভিজ্ঞতা একটি বড় বিষয় হিসেবে দাঁড়িয়েছে। বিগত এক বছর আগে সুপ্তার যে মানসিকতার ছিল, এখন তার চেয়ে আরও বেশি শক্তিশালী।'
'অনেক বড় বিরতির পর আমরা ওয়ানডে খেলছি। প্রথমবার ২৫০-এর বেশি রান হয়েছে, এটা অবশ্যই আমাদের মনোবল বাড়িয়ে দেয়। আয়ারল্যান্ডের সাথে যদি আমাদের হিসেব করেন, আমরা তাদের থেকে ভালো দল। আমরা চাচ্ছি ম্যাচের পর ম্যাচ ধরে আরও ভালো পারফর্ম করার।'
সুপ্তাকে নিয়ে ফারুক বললেন, 'সুপ্তা বেশ পরিশ্রমী খেলোয়াড়, ওর অনুশীলনের ধরন আগে থেকেই ভালো ছিল। সালাউদ্দিন ভাইয়ের কাছে পরিচর্যার মধ্যে ছিল। আমার কাছে যে বিষয়টি ভালো লেগেছে তা হলো, ওর আগের খেলার ধরনটা ফিরিয়ে এনেছে। মানসিকভাবে ও এখন আরও পরিপক্ব।'
গত ম্যাচে ডট বল প্রসঙ্গে এ কোচ বললেন, 'মেয়েদের ক্রিকেটে ডট বল হবে, এ ধরনের উইকেটে ডট বল হওয়াটা স্বাভাবিক। ২৫০ অধিক রানের রেকর্ডের মধ্যে আরেকটি রেকর্ড হলো গত ম্যাচে আমরা ২৭টি বাউন্ডারি মেরেছি, যা আরেকটি রেকর্ড। বড় দলের সাথে আমাদের পার্থক্য হলো, ওদেরও ডট বল থাকে তবে ওদের বাউন্ডারি বেশি থাকে। বাউন্ডারির সুযোগটা আমাদের বাড়ছে। আশা করছি সামনের দুই ম্যাচে সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।'
প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ২৫২ রান করে বাংলাদেশ। তিনে নামা শারমিন আক্তার সুপ্তা ৮৯ বলে ৯৬ রানের ইনিংস খেলেন। আয়ারল্যান্ডকে ৯৮ রানে অলআউট করে ১৫৪ রানের বড় জয়ে সিরিজে ১-০তে এগিয়ে যায় টিম টাইগ্রেস। মিরপুর শেরেবাংলা শনিবার সিরিজের দ্বিতীয় ম্যাচ, খেলা শুরু হবে সকাল ১০টায়।