দিবারাত্রির টেস্ট ম্যাচের প্রথম বলেই যশস্বী জয়সওয়ালকে ফিরিয়ে উলস্নাসে মাতলেন মিচেল স্টার্ক। ভারতের ইনিংস দুইশর নিচে মুড়িয়ে দেওয়ার কাজটাও তিনি করলেন নিতিশ কুমার রেড্ডিকে বিদায় করে। অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার রীতিমতো আগুন ঝরালেন অ্যাডিলেডের ২২ গজে। গতি আর সুইংয়ের সমন্বয়ে টেস্ট ক্যারিয়ারের সেরা বোলিং ফিগারের স্বাদ নিলেন তিনি।
অ্যাডিলেড ওভালের পেসবান্ধব পিচে শুক্রবার টস জিতে আগে ব্যাট করতে নেমে চা বিরতির আগে ১৮০ রানে গুটিয়ে গেছে ভারত। পরে ব্যাটিংয়ে নেমে ন্যাথান ম্যাকসুয়েনি ও মার্নাস লাবুশেনের দৃঢ়তায় ১ উইকেট হারিয়ে ৮৬ রান করে শুক্রবার প্রথম দিন শেষ করেছে স্বাগতিকরা। ৯৪ রানে পিছিয়ে তারা।
স্টার্কের তোপের কোনো জবাব খুঁজে না পাওয়া সফরকারীরা টিকতে পারে মাত্র ৪৪.১ ওভার। অস্ট্রেলিয়ার হয়ে সাদা পোশাকে ৯১তম ম্যাচ খেলতে নামা স্টার্ক ৪৮ রান খরচায় নেন ৬ উইকেট। এই সংস্করণে এই নিয়ে ১৫তম বারের মতো ইনিংসে ৫ উইকেটের দেখা পেলেন তিনি। তার আগের সেরা বোলিং ফিগার ছিল ৫০ রানে ৬ উইকেট শিকার, ২০১৬ সালে শ্রীলংকার বিপক্ষে গলে। এবার দেশের মাটিতে ওই অর্জন ছাপিয়ে গেলেন ৩৪ বছর বয়সি তারকা।