বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

টানা ৯ জয়ে শীর্ষে আটালান্টা

ক্রীড়া ডেস্ক
  ০৮ ডিসেম্বর ২০২৪, ০০:০০
টানা ৯ জয়ে শীর্ষে আটালান্টা

মৌসুমে ভীষণ বাজে শুরুর পর যেন নতুন উদ্যোমে শুরু করেছে আটালান্টা। একের পর এক জয় উপহার দিয়ে চলেছে তারা। সবশেষ এসি মিলানকে হারিয়ে ইতালিয়ান সিরি'আতে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠেছে গত আসরে চতুর্থ হওয়া দলটি। ইতালির শীর্ষ লিগে কখনো চ্যাম্পিয়ন হতে না পারা আটালান্টা ক্লাবটি শুক্রবার রাতে ঘরের মাঠে ২-১ গোলে হারিয়েছে প্রতিযোগিতার ১৯ বারের শিরোপাজয়ী দল এসি মিলানকে।

এবারের লিগের প্রথম ছয় ম্যাচের মাত্র দুটিতে জিতেছিল আটলান্টা, হেরেছিল তিনটি। পরের ৯ ম্যাচের সবগুলো জিতে ১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। সবশেষ জয়ে একটি রেকর্ডও হয়েছে এই আটালান্টা, স্পর্শ করেছে লিগে নিজেদের টানা সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড। ২০২০ সালের ফেব্রম্নয়ারি থেকে জুলাই পর্যন্ত টানা ৯টি ম্যাচ জিতেছিল দলটি। আর এক ম্যাচ কম খেলে ৩২ পয়েন্ট নিয়ে দুইয়ে নাপোলি। ১৪ ম্যাচে ছয় জয় ও চার ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে সবশেষ ২০২১-২২ মৌসুমের লিগ চ্যাম্পিয়ন এসি মিলান।

ঘরের মাঠে ম্যাচের সপ্তম মিনিটেই আলভারো মোরাতা জালে বল জড়ালে এগিয়ে যাওয়ার উচ্ছ্বাসে মাতে মিলান। তবে লাইন্সম্যানের অফসাইডের পতাকায় তাদের উলস্নাস থেমে যায়। ১২ মিনিটে উল্টো গোল খেয়ে বসে মিলান। তাদের সাবেক ফরোয়ার্ড চার্ল দে কেটেলারের দারুণ হেডে এগিয়ে যায় আটালান্টা। ১০ মিনিট পর কাছ থেকে বল ঠিকানায় পাঠিয়ে সমতা টানেন স্প্যানিশ ফরোয়ার্ড মোরাতা।

এই স্কোর লাইনেই ম্যাচ এগিয়ে যায় অনেক সময়। নির্ধারিত সময়ের তিন মিনিট বাকি থাকতে আরেকটি কর্নারে মিলানকে স্তব্ধ করে দেয় স্বাগতিকরা। অরক্ষিত অ্যাডেমোলা লুকম্যান দারুণ হেডে দলকে পুরো তিন পয়েন্ট এনে দেন। গত মে মাসে নাইজেরিয়ার এই ফরোয়ার্ডের দুর্দান্ত হ্যাটট্রিকেই বায়ার লেভারকুজেনের স্বপ্ন ভেঙে ছয় দশকের শিরোপা খরা কাটিয়ে ইউরোপা লিগ জেতে আটালান্টা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে