বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

আবাহনীকে হারিয়ে আবারও শীর্ষে মোহামেডান

ক্রীড়া প্রতিবেদক
  ১৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০
আবাহনীকে হারিয়ে আবারও শীর্ষে মোহামেডান
শনিবার কুমিলস্নায় আবাহনী-মোহামেডানের মর্যাদার লড়াইয়ে জয়সূচক একমাত্র গোলটির পর সুলেমান দিয়াবাতেকে (জার্সি-১০) ঘিরে সতীর্থদের উচ্ছ্বাস -বাফুফে

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে শুক্রবার মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনী ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। কুমিলস্নার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মর্যাদার এই লড়াইয়ে আবাহনীকে ১-০ গোলে হারিয়েছে মোহামেডান। মহামূল্যবান একমাত্র এই গোলটি করেছেন সাদা-কালোদের অধিনায়ক সুলেমান দিয়াবাতে। এই জয়ে ৯ পয়েন্ট নিয়ে আবারও পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে আসল মোহামেডান। একই দিনে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের বিপক্ষে ৪-০ গোলের বড় জয় পায় পুলিশ ফুটবল ক্লাব।

গত সপ্তাহেই বসুন্ধরা কিংসকে মৌসুমের প্রথম হারের তিক্ত স্বাদ দিয়েছিল মোহামেডান। শুক্রবার আবাহনীকেও মৌসুমের প্রথম হারটি দেখতে হলো মোহামেডানের বিপক্ষেই। এবারের মৌসুমে দারুণ ছন্দে আছে সাদা-কালোরা। যদিও গত সপ্তাহে ফেডারেশন কাপের হারে কিছুটা ছন্দপতন হয়েছিল, তবে হতাশা ভুলে আবারও ঘুরে দাঁড়িয়েছে মোহামেডান। পর পর দুই ম্যাচে দুই লালকার্ড দেখাতে এই ম্যাচে বেশ সতর্ক থাকতে হয়েছে তাদের। ১২ মিনিটে গোলের সুযোগ হাতছাড়া হয় মোহামেডানের। বক্সে ঢুকে জটলা থেকে শট নিয়েছিলেন সাদা-কালোদের নাইজেরিয়ান ফরোয়ার্ড ইমানুয়েল সানডে। কিন্তু বারের সামান্য উপর দিয়ে চলে যায় বল। ১৭ মিনিটে মাঠের ডান প্রান্ত থেকে উজবেক মিডফিল্ডার মোজাফফারভের ফ্রি কিক জটলার মধ্যে পেয়েও কাজে লাগাতে পারেননি তার সতীর্থরা। ৩৮ মিনিটে প্রায় মাঝ মাঠ থেকে লং বল পাঠিয়েছিলেন আবাহনীর এক ফুটবলার। কিন্তু দৌড়ে এসে বল গ্রিপে নেন মোহামেডানের গোলরক্ষক সাকিব আল হাসান। ৪৩ মিনিটে বল নিয়ে আবাহনীর বক্সে ঢুকে পড়েন সুলেমান দিয়াবাতে। কিন্তু তাকে সুযোগ তৈরি করতে দেননি আবাহনীর ডিফেন্ডাররা। প্রথমার্ধের ইনজুরি টাইমে ম্যাচে লিড নেয় মোহামেডান। (৪৫+২) মিনিটে বক্সের ডান প্রান্ত থেকে মিনহাজ রাকিবের ক্রসে লাফিয়ে উঠে পোস্টের কাছ থেকে হেডে লক্ষ্যভেদ করেন মোহামেডান অধিনায়ক মালীর ফরোয়ার্ড সুলেমান দিয়াবাতে (১-০)। প্রথমার্ধ এগিয়ে থেকেই বিশ্রামে যায় আলফাজ আহমেদের শিষ্যরা।

দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণে আবাহনীকে কোণঠাসা করে ফেলে মোহামেডান। ৮ মিনিটের আনের্স্ট বোয়েটাংয়ের শট চলে যায় বারের উপর দিয়ে। ৫৫ মিনিটে বাঁ প্রান্ত থেকে মোহামেডানের রাহিম উদ্দিনের কর্নার বক্সে জটলার মধ্যে মিনহাজ রাকিব শট নিলেও পোস্টে পাঠাতে পারেননি। ৫৬ মিনিটে বক্সের বাঁ প্রান্ত থেকে রাহিম উদ্দিনের ক্রস বক্সে লাফিয়ে উঠেও নাগাল পাননি দিয়াবাতে। ৫৭ মিনিটে বাঁ প্রান্ত ধরে একটা লং বল বাড়িয়েছিলেন আবাহনীর এক ফুটবলার, তবে দক্ষতার সঙ্গেই বল গ্রিপ করেন সাকিব। ৬০ মিনিটে বাঁ প্রান্ত থেকে মোহামেডান মেহেদী হাসান মিঠুর থ্রো বক্সে জটলার মধ্যে থেকে হেডে ক্লিয়ার করেন আবাহনীর ডিফেন্ডার। ৬৭ মিনিটে পোস্ট লক্ষ্য করে ক্রস করেছিলেন আরিফ। কিন্তু বল চলে গেছে আবাহনীর বারের উপর দিয়ে। ৭১ মিনিটে বক্সের বাঁ প্রান্ত থেকে কাটব্যাকে বল পাঠান রাহিম উদ্দিন। সুযোগ কাজে লাগাতে পারেননি সুলেমান দিয়াবাতে। তবে ফিরতি বলে ব্যকভলি করে শেষ চেষ্টাটা করেছিলেন রাহিম উদ্দিন। কিন্তু বল জালে পাঠাতে পারেননি। ৭৫ মিনিটে প্রায় কর্নারের কাছে ফ্রি কিক পায় মোহামেডান। তবে রাহিম উদ্দিনের লং বল কাজে লাগাতে পারেননি সতীর্থ ফুটবলাররা। ইনজুরি টাইমে ম্যাচ জমিয়ে দিয়েছিল আবাহনী। রীতিমতো পয়েন্ট হারানোর শঙ্কাতেই পড়ে গিয়েছিল মোহামেডান। (৯০+১) মিনিটে বক্সের বেশ কাছেই ফ্রি কিক পায় আবাহনী। রবিউলের ফ্রি কিক মোহামেডানের মানব দেয়ালে লেগে ফেরত আসে। পরের মিনিটেই বক্সের বাঁ প্রান্ত থেকে পোস্ট লক্ষ্য করে শট নিয়েছিলেন আরমান ফয়সাল আকাশ। অল্পের জন্য বল ঢুকেনি জালে। (৯৫+৬) মিনিটে মোহামেডানের জালে বল পাঠিয়েছিল আবাহনী। কিন্তু এর আগেই অফসাইডের পতাকা তুলে রেখেছিলেন সহকারী রেফারি। তাই গোল করেও ম্যাচে সমতা আনতে পারেনি আবাহনী। শেষ পর্যন্ত ১-০ গোলের জয়েই ম্যাচ শেষ করেছে সাদা-কালোরা। চিরপ্রতিদ্বন্দ্বীর কাছে মৌসুমের প্রথম হারের তিক্ত স্বাদ নিয়ে মাঠ ছাড়ে আবাহনী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে