আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে গত ৯ নভেম্বর ইনজুরিতে পড়েছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এরপর ওই সিরিজের শেষ ওয়ানডের পর পুরো ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই তিনি ছিটকে যান। এরই মাঝে শান্ত মাঠে ফিরেছেন টি-টোয়েন্টি ফরম্যাটের ন্যাশনাল ক্রিকেট লিগে (এনসিএল)। ২২ গজে নেমেই তিনি ঝোড়ো ব্যাটিং করেছেন, যদিও ফিরেছেন সেঞ্চুরির আক্ষেপ নিয়ে।
৩৪ দিন পর আবারও মাঠে ফিরে দেখেশুনে শুরুটা করলেন শান্ত। বরিশাল বিভাগের বিপক্ষে রাজশাহীর হয়ে ওপেনিংয়ে নেমে করেছেন ৮১ রান। ৫৪ বলের ইনিংসে টাইগার অধিনায়ক ৫টি চার ও ৪টি ছক্কা হাঁকিয়েছেন। এক মাসেরও বেশি সময় পর শান্ত'র মাঠে ফেরাটা হলো তৃপ্তির। যদিও সেঞ্চুরি না পাওয়ায় প্যাভিলিয়নে ফেরার পথে তাকে হতাশই দেখা গেছে।
একাডেমি মাঠে রাজশাহীকে পাঁচ উইকেটে হারিয়েছে বরিশাল। শুরুতে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৮৪ রান করে রাজশাহী। পরে ওই রান তাড়ায় নেমে ৩ বল হাতে রেখে জয় পায় বরিশাল। লম্বা চোট কাটিয়ে এই ম্যাচ দিয়ে মাঠে ফেরেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৫ চার ও ৪ ছক্কায় ৫৪ বলে ৮০ রান করেন তিনি। ৩৩ বলে ৪৭ রান করেন হাবিবুর রহমান সোহান। বরিশালের হয়ে দুই উইকেট করে নেন মেহেদী হাসান ও মঈন খান। রান তাড়ায় নেমে ৭৯ রানের উদ্বোধনী জুটি পায় বরিশাল। ২৪ বলে ৩৫ রান করে ইফতেখার হোসেন ইফতি আউট হন। আরেক ওপেনার আব্দুল মজিদ ৩৯ বলে করেন ৫৩ রান। তাদের বিদায়ের পর বরিশালকে জয়ের পথে এগিয়ে নেন ফজলে মাহমুদ রাব্বি। ৩৪ বলে ৫৬ রান করে শফিকুল ইসলামের বলে ক্যাচ দিয়ে আউট হন তিনি। তবে শেষদিকে সালমান হোসেনের ১২ বলে ২১ ও মঈন খানের ৮ বলে ১৫ রানের ইনিংসে জয় পায় বরিশাল।
এনসিএল টি২০তে শনিবার আরেক ম্যাচে হাফ সেঞ্চুরি করে দলকে জিতিয়েছেন নাঈম ইসলাম। মূল মাঠে সিলেটকে ৫ উইকেটে হারিয়েছে রংপুর। শুরুতে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১২০ রান করে সিলেট। ওই রান তাড়ায় নেমে ১৫ ওভার ৪ বল খেলেই জয় পায় রংপুর। সিলেটের হয়ে হাফ সেঞ্চুরি তুলে নেন তোফায়েল আহমেদ। ৩৮ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫১ রান করেন তিনি। ২৫ বলে ৩১ রান করেন ওপেনার জিসান আলম। রংপুরের হয়ে ৪ ওভারে ১৭ রানে দুই উইকেট তুলে নেন আরিফ আহমদ, দুই উইকেট নেন এনামুল হক।
রান তাড়ায় নেমে রংপুরের হয়ে ৩৫ বলে ৫০ রান করে আউট হন নাঈম ইসলাম। ১২ বলে ২৯ রান করেন আব্দুলস্নাহ আল মামুন। সিলেটের হয়ে ৩ ওভারে ১০ রান দিয়ে দুই উইকেট পান পেসার এবাদত হোসেন।