বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

টি২০তে উইন্ডিজকে সহজে হারানোর প্রত্যাশা সৌম্যর

ক্রীড়া প্রতিবেদক
  ১৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০
টি২০তে উইন্ডিজকে সহজে হারানোর প্রত্যাশা সৌম্যর
সৌম্য সরকার

দ্বিতীয় টেস্টে দাপুটে জয়ের পর ওয়ানডে সিরিজ নিয়ে প্রত্যাশা বেড়ে দাঁড়িয়েছিল কয়েকগুণ। শেষ পর্যন্ত নিজেদের সবচেয়ে প্রিয় সংস্করণ একদিনের ক্রিকেটে উইন্ডিজের কছে ধবলধোলাই হতে হয়েছে। এবার সামনে সংক্ষিপ্ত সংস্করণ টি২০ ক্রিকেট। বাঁহাতি ব্যাটার সৌম্য সরকার মনে করেন দল হিসেবে ভালো করতে পারলে ক্যারিবিয়ানদের টি২০-তে সহজে হারানো যাবে। ওয়ানডের স্মৃতি ভুলে এবার টি২০ সিরিজে লড়তে যাচ্ছে দুই দল।

সেন্ট ভিনসেন্টের কিংস্টনে ১৬ ডিসেম্বর ভোর ৬টায় প্রথম টি২০-তে মুখোমুখি হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের বাকি দুই ম্যাচ একই সময়ে একই মাঠে হবে ১৮ ও ২০ ডিসেম্বর। সেন্ট কিটসে ওয়ানডে সিরিজ শেষে বাংলাদেশ এখন অবস্থান করছেন সেন্ট ভিনসেন্টে। টি২০'র প্রস্তুতি শুরু করে দিয়েছে লিটন দাসের দল। টেস্ট ও ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজ নেতৃত্ব দিলেও বিসিবি টি২০-তে আস্থা রেখেছে লিটনের ওপর।

সেন্ট ভিনসেন্টে প্রথম ম্যাচের আগে সৌম্য সরকার অবশ্য শোনালেন ক্যারিবিয়ানদের হারানোর কথা, 'পরশু (সোমবার) থেকে আমাদের টি২০ সিরিজ শুরু হচ্ছে কারা বড় দল, কারা ছোট দল সেটার থেকে বড় কথা হচ্ছে কারা ২০ ওভার, ৪০ ওভার ভালো খেলবে মাঠে। ওইটার জন্য অপেক্ষা করতে হবে।'

জাতীয় দলের এই ওপেনার বিশ্বাস করেন পুরো দলের পারফরম্যান্সে ভালো করা সম্ভব, 'আমরা যদি তিনটি দিকেই ব্যাটিং, বোলিং, ফিল্ডিং ভালো করতে পারি, দল হিসেবে ভালো করতে পারি আমরা আশা করি তাদের আরামসে হারাতে পারব। ওরা টি২০-তে ভালো দল, ওদের থেকে মনোযোগ দিতে হবে আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করলে ম্যাচ জিততে পারব।'

ওয়ানডেতে হোয়াইটওয়াশ হলেও সেখান থেকে ভালো দিকই খুঁজতে চাইছেন সৌম্য, 'আরেকটা জিনিস ওয়ানডেতে আমরা ভালো খেলে আসছিলাম কিন্তু লাস্ট দুই-একটা সিরিজ আমাদের ভালো যায়নি। তার মধ্যেও একটা ভালো জিনিস আছে আমরা ব্যাটাররা তিনশ' রান করছি, এটাও একটা ভালো দিক।'

শেষ ওয়ানডেতে বাংলাদেশের বোলিং ইউনিট হতাশ করেছিল দলকে। ৩২১ রান করেও হারের খাতায় ছিল টাইগারদের নাম। যদিও প্রেস কনফারেন্সে সৌম্যর প্রত্যশা বোলাররা ভালো কিছু করবেন, 'আমাদের বোলাররা সবসময় ভালো করে আসতেছিল এই সিরিজে হয়ত তারা একটু স্ট্রাগল করেছে। আমি আশা করি তারা সামনের টি২০-তে কামব্যাক করবে। পাশাপাশি আমরা ব্যাটাররা যারা রান করছিলাম বা রান করছে সবাই যেহেতু আমরা ওয়ানডেতে ৩০০ রান করছি এটার ধারাবাহিকতা যদি তারা বজায় রাখতে পারে তাহলে বোলার ও ব্যাটার মিলে একটা ভালো সিরিজ হবে।'

কদিন আগেই গেস্নাবাল সুপার লিগে সৌম্য হয়েছেন টুর্নামেন্ট সেরা। ওয়ানডে সিরিজেও পেয়েছেন রানের দেখা। রানের মধ্যে থাকায় এই ব্যাটার টি২০ সিরিজ নিয়েও দেখছেন বড় স্বপ্ন। উইন্ডিজ এই সংস্করণে অনেক এগিয়ে থাকলেও সৌম্যর ভাবনায় শুধু মাঠের পারফরম্যান্স, 'প্রথমত কিছুদিন আগেই আমি এখানে এসেছি গেস্নাবাল সুপার লিগ খেলেছি, কিছু ম্যাচ খেলারও সুযোগ হয়েছে। আমার জন্য একটা ভালো সুযোগ ছিল, একটা ভালো টুর্নামেন্ট গেছে। পরশু থেকে আমাদের টি২০ সিরিজ শুরু হচ্ছে। বড় দল, ছোট দলের চেয়ে বড় কথা হচ্ছে কারা ২০ ওভার, ৪০ ওভার ভালো খেলবে মাঠে। ওইটার জন্য অপেক্ষা করতে হবে। ওরা টি২০-তে ভালো দল। আমাদের মনোযোগ দিতে হবে নিজেদের দিকে। সেরাটা দেওয়ার চেষ্টা করলে ম্যাচ জিততে পারব।'

তবে ঘুরে ফিরে আসছে ওয়ানডে সিরিজের হতাশা। প্রথম ওয়ানডেতে ২৯৫ রানের পর তৃতীয় ও শেষ ওয়ানডেতে রেকর্ড ৩২১ রান করেও জয়ের দেখা পায়নি বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে ব্যর্থ হয়েছিল ব্যাটিং। ব্যাটাররা আশানুরূপ রানের দেখা পেলেও বোলাররা এবার দিয়েছেন হতাশা। সৌম্যর আশা তাসকিন আহমেদ-শরিফুল ইসলামরা ফর্মে ফিরবেন টি২০-তে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে