বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

ম্যানচেস্টার সিটির আয়ের রেকর্ড

ক্রীড়া ডেস্ক
  ১৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০
ম্যানচেস্টার সিটির আয়ের রেকর্ড
ম্যানচেস্টার সিটির আয়ের রেকর্ড

আগের অর্থবছরে ইংলিশ প্রিমিয়ার লিগের রেকর্ড ৭১ কোটি ৫০ লাখ পাউন্ড আয় করেছে ম্যানচেস্টার সিটি। ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত সময়ের হিসাবে এই আকাশছোঁয়া আয়ের বিষয়টি জানিয়েছে ক্লাবটি।

২০২২-২৩ মৌসুমের ট্রেবল জয়ের ঐতিহাসিক সাফল্য যদিও গত মৌসুমে তারা ধরে রাখতে পারেনি। তবে, টানা চতুর্থবারের মতো প্রিমিয়ার লিগ জয়ের পাশাপাশি ক্লাব বিশ্বকাপ ও ইউরোপিয়ান সুপার কাপ জয় করে পেপ গার্দিওয়ালার দল। এতে ক্লাবের আয় ২২ লাখ পাউন্ড বৃদ্ধি পায়; গতবার যা ছিল ৭১ কোটি ২৮ লাখ পাউন্ড, পূর্বের রেকর্ড। খেলোয়াড় ও কর্মীদের বেতনবাবদ এই সময়ে সিটির ব্যয় এক কোটি তিন লাখ পাউন্ড কমে হয়েছে ৪১ কোটি ২৬ লাখ পাউন্ড। তাতে কর দেওয়ার আগে তাদের লভ্যাংশ দাঁড়িয়েছে সাত কোটি ৩৮ লাখ পাউন্ড। কোভিড মহামারির ২০১৯-২০ মৌসুম বাদে, ২০১৪-১৫ থেকে প্রতি মৌসুমেই লাভ করছে ম্যানসিটি।

গত কয়েক বছরে আকাশছোঁয়া সাফল্যও পেয়েছে ক্লাবটি। তবে, এবার মাঠে সময়টা একেবারেই ভালো কাটছে না তাদের। সব প্রতিযোগিতা মিলিয়ে গত ১০ ম্যাচে জিতেছে মাত্র একটি; হেরেছে সাতটি, ড্র করেছে দুটি। ইংলিশ প্রিমিয়ার লিগের টেবিলে তারা নেমে গেছে চতুর্থ স্থানে। আর চ্যাম্পিয়ন্স লিগে ২২ নম্বরে নেমে গিয়ে প্রাথমিক পর্ব থেকেই বাদ পড়ার শঙ্কায় আছে তারা। এতে ম্যানসিটির এবারের আয়ের ওপরও বড় নেতিবাচক প্রভাব পড়তে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে