একসময় জাতীয় দলের নিয়মিত মুখ ছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। সেই তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএলে) ড্রাফটে দল পাননি। তবে খুব বেশি ম্যাচ অপেক্ষা করতে হয়নি তাকে। ঢাকা পর্ব শেষ হতেই মোসাদ্দেককে দলে ভিড়িয়েছে ঢাকা ক্যাপিটালস। ঢাকা ক্যাপিটালস তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
মূলত ঢাকার আসিফ হাসান চোটে পড়ায় ভাগ্য খুলেছে মোসাদ্দেকের। এখন সুযোগটা কাজে লাগাতে পারেননি কিনা সেটাই দেখার। বিপিএলের শুরু থেকে প্রায় সব আসরেই খেলেছেন মোসাদ্দেক। তার অফ স্পিন বোলিং বাংলাদেশের উইকেটগুলোতে কার্যকর, সেই সঙ্গে মিডল অর্ডারে ব্যাটিংও জুতসই এসব আসরে। মোসাদ্দেকের স্বীকৃত টি২০তে ১৫৩ ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। তাতে ২ হাজার ১০৮ রান ও ৬৪ উইকেট আছে এই ডানহাতির।
ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার হলেও বিপিএলের ড্রাফটে মোসাদ্দেক হোসেন সৈকতকে নেয়নি কোন দল। এই অফ স্পিনিং অলরাউন্ডার এবার বিপিএলে তাই ছিলেন দর্শক। অবশেষে দর্শক থেকে মাঠে নামার সুযোগ পাচ্ছেন তিনি। ঢাকা ক্যাপিটালস দলে নিয়েছে তাকে।