মাঠে চলছে বিপিএল। দেশের ক্রিকেটের বড় মুখেদের অন্যতম সাকিব আল হাসান নেই এই আসরে। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির বৈশ্বিক আসর। তার আগে দেশি ক্রিকেটারদের জন্য নিজেদের ঝালিয়ে নেয়ার মঞ্চ এবারের বিপিএল। তবে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে আলো ঝলমলে আসরেই নেই সাকিব। বরং একইসময়ে তিনি নাম লিখিয়েছেন বুড়োদের লিজেন্ডস লিগে।
এদিকে তামিম ইকবাল অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে এসেছেন। কিন্তু এরপর থেকে জাতীয় দলের হয়ে খেলেননি। কাগজে কলমে অবসর না নিলেও তামিম ইকবাল জাতীয় দলেরও কেউ নন। এরইমাঝে সাবেক পাকিস্তানি ক্রিকেটার শহিদ আফ্রিদির ভিডিওতে বলেছেন, জাতীয় দলের অধ্যায় শেষ তার জন্য।
আর এসব ইসু্যই বাংলাদেশ ক্রিকেটের ভক্ত-সমর্থকদের মাঝে উসকে দিয়েছে প্রশ্ন। চলতি মাসের ১২ তারিখের মধ্যে ১৫ সদস্যের দল আইসিসির কাছে জমা দিবেন বিসিবির নির্বাচকরা। সেখানে সাকিব এবং তামিম ইকবালকে দেখা যাবে কি না তা নিয়ে ক্রিকেটপাড়ায় আছে নানা গুঞ্জন। সেই নির্বাচক জানালেন, বোর্ডের তরফ থেকে এখনো নিদিষ্ট করে কিছু জানানো হয়নি?