সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

ইতালিয়ান সুপার কাপ এসি মিলানের

ক্রীড়া ডেস্ক
  ০৮ জানুয়ারি ২০২৫, ০০:০০
আপডেট  : ০৮ জানুয়ারি ২০২৫, ১৬:৩৭
ইতালিয়ান সুপার কাপ এসি মিলানের

শুরুতেই দুই গোলে পিছিয়ে পড়েছিল এসি মিলান। তার পর অবিশ্বাস্য প্রত্যাবর্তনে সমতা ফেরানো। যোগ হওয়া সময়ে গোল তুলে শেষ পর্যন্ত নাটকীয় এক জয়ে ইতালিয়ান সুপার কাপ ঘরে তুলেছে তারা। সোমবার রাতে ফাইনালে ইন্টার মিলানকে তারা ৩-২ গোলে হারিয়েছে।

রিয়াদের কিং সৌদ ইউনিভার্সিটিতে ম্যাচটা প্রাণ খুঁজে পায় প্রথমার্ধের শেষ মিনিটে। মেহেদী তারেমির ক্রস থেকে ইন্টারকে এগিয়ে দেন লাউতারো মার্টিনেজ। বিরতির দুই মিনিট পর ইন্টার নিজেদের আরও এগিয়ে নেয়। স্টেফান দি ভ্রিজের লং বল থেকে এবার জাল কাঁপান তারেমি।

মিলান অবশ্য তার পরই ম্যাচের দৃশ্যপটে বদল আনে। রাফায়েল লিয়াওকে মাঠে নামালে দ্রম্নতই ফ্রি কিক আদায় করে নেন তিনি। তার পর বাঁকানো শটে দলকে ম্যাচে ফেরান হার্নান্দেস। প্রাণ পেয়ে মিলান তার পর সমতা সূচক গোলের জন্য উঠে পড়ে লাগে। কিন্তু ইন্টার গোলকিপার ইয়ান সোমারের দারুণ সেভ হতাশ করে তাদের। ব্যবধান বাড়ানোর সুযোগ আসে ইন্টারেরও। কিন্তু ব্যর্থ হয় তারা। খেলা শেষ হওয়ার দশ মিনিট আগে কাঙ্‌িক্ষত সমতাসূচক গোলটি পায় মিলান। ইন্টারের তিন খেলোয়াড় দিয়ে ঘেরাও হওয়ার পরও দারুণ শটে জাল কাঁপান পুলিসিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে