শনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

জিন্নাত আলী স্মৃতি ক্রিকেটে ভান্ডারিয়া বাজার চ্যাম্পিয়ন

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
  ২৬ জানুয়ারি ২০২৫, ০০:০০
জিন্নাত আলী স্মৃতি ক্রিকেটে ভান্ডারিয়া বাজার চ্যাম্পিয়ন

পিরোজপুরের ভান্ডারিয়া পশারিবুনিয়া জিন্নাত আলী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ভান্ডারিয়া বাজার একাদশ। এই টুর্নামেন্টে রানার্সআপ হয়েছে নবিন প্রবীন একাদশ।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার বিনাপানী মাঠে খেলার উদ্বোধন করেন ক্রীড়া ব্যক্তিত্ব ও শিল্পপতি কায়সারুল আলম মালকর। খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রেজার করিম রাজু। ধারাভাষ্যকার ছিলেন কে. এম. জামাল হোসেন এবং আম্পায়ার মো. শান্ত।

উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন পশারিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, সাবেক প্রধান শিক্ষক আব্দুল হামিদ, নূর মো. কারিগরি দাখিল মাদ্রাসার সুপার সাইফুলস্না কালাম এবং সাবেক ইউপি সদস্য মো. জাহিদ হাসান সাইদ।

জিন্নাত আলী মালকর স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ভান্ডারিয়া বাজার একাদশ একাদশের হাতে ট্রফিতুলদেন খেলার প্রধান পৃষ্ঠ পোষক কায়সারুল আলম মালাকর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে