শনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

বাউফল ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রেস ক্লাব চ্যাম্পিয়ন

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
  ২৬ জানুয়ারি ২০২৫, ০০:০০
বাউফল ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রেস ক্লাব চ্যাম্পিয়ন

পটুয়াখালীর বাউফল উপজেলায় ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলায় ঐতিহ্যবাহী বাউফল প্রেস ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টায় উপজেলার নাজিরপুর বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

তরুন যুব সমাজের উদ্যোগে ৫৪তম বিজয় দিবস উপলক্ষে ব্যাডমিন্টন টুনার্মেন্ট প্রতিযোগীতায় ১৬টি দল অংশ গ্রহণ করে। ফাইনালে ওঠে বাউফল প্রেসক্লাব ও নাজিরপুর সুলতানাবাদ শহর আলী মৃধা যুব সমাজ। খেলায় ৪-১ সেটে বাউফল প্রেসক্লাব জয়ী হয়। ম্যান অফ দ্যা ম্যাচ হয় বাউফল প্রেসক্লাবের মো. গালিব। পরে এক ঝাকজমক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

নাজিরপুর ইউনিয়ন সমাজ কল্যাণ পরিষদ সহ-সভাপতি মো. নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাউফল ফাউন্ডেশন ও বাউফল উন্নয়ন ফোরামের সভাপতি, ঢাকা দক্ষিন মহানগর জামায়াতে ইসলামী সেক্রেটেরি ড. শফিকুল ইসলাম মাসুদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, সহকারি অ্যাটনি জেনারেল অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন, বাউফল ফাউন্ডেশন ও বাউফল উন্নয়ন ফোরামের মহাসচিব অ্যাডভোকেট আবুল কাশেম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মুহাম্মদ আতিকুর রহমান নজরুল, বাউফল প্রেসক্লাবের সভাপতি জলিলুর রহমান ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মনিরুজ্জামান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে