শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

ভালেন্সিয়ার জালে বার্সেলোনার ৭ গোল

ক্রীড়া ডেস্ক
  ২৮ জানুয়ারি ২০২৫, ০০:০০
ভালেন্সিয়ার জালে বার্সেলোনার ৭ গোল
লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে গোল করে উচ্ছ্বাস করছেন বার্সেলোনার খেলোয়াড়রা -ওয়েবসাইট

তেতে থাকা বার্সেলোনার আগুনে পুড়ল ভালেন্সিয়া। অবনমন অঞ্চলের দলটির জালে গোল উৎসব করে চার ম্যাচ পর লা লিগায় জয়ে ফিরল হান্সি ফ্লিকের দল। সম্পূর্ণ একপেশে ম্যাচে রোববার রাতে ৭-১ গোলে জিতেছে বার্সেলোনা। ম্যাচে বার্সার হয়ে জোড়া গোল করেছেন ফের্মিন লোপেস। একটি করে রবার্তো লেভানদোভস্কি, রাফিনহা, ফ্রেংকি ডি ইয়ং ও ফেররান তরেস। অন্যটি ভালেন্সিয়ার আত্মঘাতী।

ফ্লিকের কোচিংয়ে মাত্র ৩২ ম্যাচে গোলের সেঞ্চুরি পূর্ণ করেছে বার্সেলোনা। এর চেয়ে কম ম্যাচে দলটি শতগোল করেছে কেবল হেলেনিয়ো এররার কোচিংয়ে; সেই ১৯৫৯ সালে, ৩১ ম্যাচে। এদিনের এই জয়ে ২১ ম্যাচ থেকে ৪২ পয়েন্ট নিয়ে তিনে ফিরেছে বার্সেলোনা। সমান ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে চূড়ায় রিয়াল মাদ্রিদ, ৪৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। আর ১৬ পয়েন্ট নিয়ে ১৯ নম্বরে আছে ভালেন্সিয়া।

লা লিগায় সবশেষ চার ম্যাচে জয়শূন্য থাকলেও প্রথম পছন্দের কয়েক জন খেলোয়াড়কে বাইরে রেখে একাদশ সাজান ফ্লিক। তবে লেভানদোভস্কি, পেদ্রিদের অনুপস্থিতি বোঝা যায়নি একবারের জন্যও। তৃতীয় মিনিটে প্রথম ভালো সুযোগে এগিয়ে যায় বার্সেলোনা। পায়ের কারিকুরিতে দুই ডিফেন্ডারের চ্যালেঞ্জ এড়িয়ে ডি-বক্সে ক্রস করেন লামিনে ইয়ামাল। অরক্ষিত ডি ইয়ং প্রথম স্পর্শে বলের নিয়ন্ত্রণ নিয়ে অনেকটা শুয়ে পড়ে পোস্ট ঘেঁষে জাল খুঁজে নেন। কিছুই করার ছিল না ভালেন্সিয়া গোলরক্ষক জিওর্জি মামার্দাশভিলির।

পঞ্চম মিনিটে রাফিনহার বুলেট গতির শট বেরিয়ে যায় পোস্ট ঘেঁষে। অষ্টম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তরেস। আলেহান্দ্রো বাল্‌েদর চমৎকার ক্রসে সঙ্গে লেগে থাকা ডিফেন্ডারের চ্যালেঞ্জ এড়িয়ে প্রথম স্পর্শে ঠিকানা খুঁজে নেন তিনি। দুই গোলে পিছিয়ে পড়ার পর মরিয়া হয়ে ওঠে অবনমন অঞ্চলে থাকা ভালেন্সিয়া। বার্সেলোনার রক্ষণে চাপ বাড়ায় তারা। তাদের হতাশ করে প্রতি-আক্রমণ থেকে চতুর্দশ মিনিটে ব্যবধান আরও বাড়ায় বার্সেলোনা।

ইয়ামালের ব্যাকহিলে বল পেয়ে যান লোপেস। প্রথম স্পর্শে এই তরুণ খুঁজে নেন রাফিনহাকে। বিপদ দেখে ডি-বক্সের বাইরে বেরিয়ে আসেন মামার্দাশভিলি। তাকে এড়িয়ে আড়াআড়ি শটে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ম্যাচের মিনিটে স্কোর লাইন ৪-০ করে ফেলেন লোপেস। শুরুতে অফসাইডের ইশারা দেন রেফারি। পরে ভিএআরের সাহায্য নিয়ে গোলের বাঁশি বাজান তিনি।

ম্যাচের ২৭ মিনিটে পঞ্চম গোল প্রায় পেয়েই যাচ্ছিল বার্সেলোনা। খুব কাছ থেকে শট লক্ষ্যে রাখতে পারেননি তরেস। আট মিনিট পর উগো দুরোকে বার্সেলোনা গোলরক্ষক ফাউল করায় পেনাল্টি পায় ভালেন্সিয়া। পরে ভিএআর মনিটরে তাদের আক্রমণের শুরুর অংশ দেখে সিদ্ধান্ত পাল্টান রেফারি। উল্টো প্রতিপক্ষের ডি-বক্সের কাছাকাছি জায়গায় বার্সেলোনাকে দেন ফ্রি কিক। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ফের জালের দেখা পান লোপেস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে