শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

কালিয়াকৈরের সফিপুর পূর্বচান্দরায় ক্রিকেট টুর্নামেন্ট শুরু

কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি
  ২৮ জানুয়ারি ২০২৫, ০০:০০
কালিয়াকৈরের সফিপুর পূর্বচান্দরায় ক্রিকেট টুর্নামেন্ট শুরু

'ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মোবাইল ফেলে খেলায় চল' এই স্স্নোগানকে ধারন করে গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর পূর্বচান্দরা এলাকায় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ শুরু হয়েছে। পূর্বচান্দরা স্পোটিং ক্লাব এ টুর্নামেন্টের আয়োজন করেন। দেশের কিশোরগঞ্জ, পাবনা, চষ্ট্রগ্রাম, রংপুর, মানিকগঞ্জ, ঢাকা, কুমিলস্না ও গাজীপুর থেকে ক্রিকেট দল খেলায় অংশ গ্রহন করছে। রোববার খেলায় অংশ গ্রহন করেন কিশোরগঞ্জ জেলার অষ্টঘরিয়া দুলাল মেম্বার স্মৃতি সংঘ ও মানিকগঞ্জের বালিয়া ভাইকিং ক্লাব। রোববার খেলা তৃতীয় রাউন্ড শেষ হয়েছে।

খেলাটি নক আউট পদ্ধতিতে চলছে। চলমান প্রক্রিয়ায় ১ ফেব্রম্নয়ারী ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। বেরাবার খেলার তৃতীয় দিনে টুর্নামেন্টে গাজীপুর জেলা যুববিষয়ক সম্পাদক ও কালিয়াকৈর পৌর বিএনপি'র সিনিয়র যুগ্ন সম্পাদক সাইজুদ্দিন এর সভাপতিত্বে সারোয়ার হোসেন আকুলের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মেজবাহ উদ্দিন। দুটি দলই চমৎকার খেলা উপহার দেন।মফস্বল এলাকায় সাধারনত এত বড় ক্রিকেট খেলার আয়োজন দেখা যায়না। প্রায় ৫সহস্রাধিক দর্শক খেলা উপভোগ করেন। তবে এলাকাবাসী ও খেলা আয়োজক কালিয়াকৈর পৌর সভার সাবেক কাউন্সিলর সারোয়ার হোসেন আকুল জানায় ফাইনাল খেলার দিন প্রায় ১০সহাস্রাধীক দর্শনার্থী খেলা উপভোগ করার সম্ভাবনা রয়েছে এবং আমরা তাদের র্নির্বিগ্নে খেলা উপভোগ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করে রেখেছি। রোববার খেলায় ২০৬ রান অর্জন করে অষ্টঘরিয়া দুলাল মেম্বার স্মৃতি সংঘ বিজয় অর্জন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে