১০০ কোটি ইউরোর লোভনীয় প্রস্তাব সৌদি ক্লাবের কাছ থেকে পেয়ে গেছেন ভিনিসিয়াস জুনিয়র। চলতি মৌসুম শেষে তার সঙ্গে চুক্তি নবায়নের ব্যাপারে আলোচনায় যেতে চাইলেও ওই প্রস্তাবের কারণে আগেভাগেই নড়েচড়ে বসেছে রিয়াল মাদ্রিদ। কিন্তু ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নতুন চুক্তির জন্য তিনটি দাবি করেছেন, যার একটি হলো কিলিয়ান এমবাপের চেয়ে বেশি বেতন তাকে দিতে হবে! গত সেপ্টেম্বরে মাদ্রিদের কাছ থেকে চুক্তি নবায়নের প্রস্তাব পান ভিনিসিয়াস। মাঠে ভালো কিছু করতে পারলে চুক্তির অঙ্কটা বাড়বে, এমন আশা থেকে এই সিদ্ধান্ত তার। তবে মধ্যপ্রাচ্য থেকে প্রস্তাব আসার পর ব্রাজিলিয়ানের একাধিক দাবির প্রেক্ষিতে আগেভাগে তার প্রতিনিধিদলের সঙ্গে আলোচনায় বসেছে রিয়াল। কাদেনা সের-এর রিপোর্ট অনুযাী, এই আলোচনায় ভিনিসিয়াস দাবি করেছেন, তাকে এমবাপের চেয়ে বেশি বেতন দিতে হবে। প্রতি বছর দেড় কোটি বেতন পান ফরাসি ফরোয়ার্ড। আর লেফট উইঙ্গারও তার সমান বেতনই পান। এবার এমবাপেকে ছাড়িয়ে গিয়ে দলের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় হতে চান ব্রাজিলিয়ান তারকা। তার প্রতিনিধিদল বার্ষিক বেতনের পরিমাণ দেড় কোটি করার জন্য জোরাজুরি করছে ক্লাবকে। অবশ্য সৌদি আরব থেকে পাঁচ বছরে ১০০ কোটি ইউরোর প্রস্তাব এসেছে।