দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ রোববার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। ফাইনালের মঞ্চে দায়িত্ব পালন করবেন- ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ, অস্ট্রেলিয়ার পল রাইফেল, ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন, শ্রীলংকার কুমার ধর্মসেনা এবং রঞ্জন মাদুগালে। অন-ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন ইলিংওয়ার্থ এবং রাইফেল।